adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ৫ বছরে এইচআইভি পজেটিটিভ ৪৬

image_56906_0যশোর:  যশোরে গত সাত বছরে ৪৬ জন এইচআইভি পজেটিভ রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে পাঁচজন রোগী মারা গেছেন।

১ ডিসেম্বর বিশ্ব এইডস্ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আতিকুর রহমান খান জানান, এইডস্ রোগী শনাক্তের জন্য যশোরে তিনটি কেন্দ্র রয়েছে।এই কেন্দ্রের মাধ্যমে এইডস্ রোগের শনাক্ত করা হয়ে থাকে। শনাক্ত রোগীদের স্বাস্থ্য বিভাগ চিকিৎসা দিচ্ছে। আক্রান্তদের অধিকাংশই বহির্গমনের ফলে এইচআইভি পজেটিভ হয়েছের বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, “সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে এইডস্ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।”

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে যশোরে র্যালি, আলোচনা ও গুরুত্বপূর্ণ স্থানে এইডস্ বিষয়ক সচেতনতামূলক বুথ স্থাপন করা হবে। ওই দিন সকাল নয়টায় কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হবে। সকাল ১০টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, এফপিএবির জেলা অফিসার আবিদুর রহমান, মেরিস্টপস্ হেলথ অফিসার আবু সাঈদ ও আদ-দ্বীন হেলথ কর্মকর্তা রবিউল হক প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া