adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানান অধ্যাপক আনিসুজ্জামান

Anisuj jamanডেস্ক রিপাের্ট : ‘সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে আজকের দিনকে উপলক্ষ করে শুভেচ্ছা জানালেন, তাদেরকে ধন্যবাদ।’ নিজের ৮০তম জন্মদিন উদযাপনের সময় বললেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। জন্মদিনে পরিবার আর কাছের মানুষেদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮০তম জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে বরেণ্য এই শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অনেকেই আসেন শুভেচ্ছা জানাতে। তিনি শুভেচ্ছা গ্রহণ করেন এবং কেক কাটেন। গুলশানে তার বাসভবন থেকে অনাড়ম্বর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

সেসময় চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের পক্ষ থেকে ‘মানুষের মুখ’ সিরিজের বই এবং চন্দ্রাবতী একাডেমির পক্ষ থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে উৎসর্গ করা পাঁচটি বই উপহার দেওয়া হয়।

ড. আনিসুজ্জামানের বাসভবনে আরও শুভেচ্ছা জানাতে আসেন মানবাধিকারকর্মী  সুলতানা কামাল, অধ্যাপক নজরুল ইসলাম খান, অন্যপ্রকাশের মাজহারুল ইসলামসহ বন্ধু ও স্বজন। কেক কাটার সময় অধ্যাপক ড. আনিসুজ্জামানের পাশে ছিলেন স্ত্রী সিদ্দিকা জামান ও পরিবারের সদস্যরা।


অন্যপ্রকাশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অধ্যাপক ড. আনিসুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘আমরা অনেকদিন আনিস ভাইয়ের জন্মদিন উদযাপন ও শুভেচ্ছা জানাতে চাই।’

চ্যনেল আইয়ের সরাসরি প্রচার অংশ উপস্থাপনা করেন আহমাদ মাজহার।

উল্লেখ্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া