adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দুই দিনে সালাউদ্দীনের দাড়ি-গোঁফ গজালো কোথা থেকে’

1431650552Mtnewsডেস্ক রিপোর্ট : উপরের বাদিকের ছবিটি মেঘালয়ের হাসপাতালে বিএনপি নেতা সালাউদ্দিন উদ্দিন আহমেদের। বৃহস্পতিবার বিবিসি বাংলার অনলাইনে খবরের সঙ্গে ছবিটি প্রকাশ করা হয়েছে। আর ছবির ক্যাপশানে বলা হয়েছে,’শিলং এর হাসপাতালে সালাউদ্দীন আহমেদ, মেঘালয় পুলিশের ক্যামেরায় তোলা ছবি।’ তবে বলা হয়নি যে ছবিটি বৃহস্পতিবারই হাসপাতালে তোলা না মঙ্গলবার ভারতে আটক হওয়ার সময়ের ছবি। তবে এই ছবিতে সালাউদ্দিন আহমেদের দাড়ি-গোঁফ স্পষ্ট।

dari-400x300তার ফ্রেন্স কাট দাড়ি বুঝতে কারুর অসুবিধা হওয়ার কথা নয়। আর ডান দিকের দুটি ছবি মঙ্গলবার ভারতীয় বিশেষ করে শিলং-এর সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশ হয়। তাতে স্পষ্ট যে সালাহ উদ্দিন আহমেদ ক্লিন শেভড। সদ্য শেভ করা। শিলং পোস্ট এবং মেঘালয়ের নর্থইস্ট টুডেতে এই ক্লিন শেভড ছবি ছাপা হয়। যদি ধরে নিই বিবিসি অনলাইনে প্রকাশ করা ছবি দু’দিন পর অর্থাত বৃহস্পতিবারের। তাহলে প্রশ্ন ওঠে মঙ্গলবারের ক্লিন শেভড সালাহ উদ্দিন আহমেদের দুই দিনে স্পষ্ট ফ্রেন্স কাট দাড়ি-গোঁফ গজানো সম্ভব কী না?

আর যদি বিবিসির ছবিটি আগের বলে ধরে নিই তাহলে প্রশ্ন ওঠে তিনি শিলং পুলিশের হেফাজতে যাওয়ার পর ক্লিন শেভ করার সুযোগ পেয়েছেন কী না? বিবিসির প্রতিবদনে তা কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে -‘শিলং এর হাসপাতালে সালাউদ্দীন আহমেদ, মেঘালয় পুলিশের ক্যামেরায় তোলা ছবি।’

05551-400x253আর খবরে বলা হয়েছে,’বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদ তার সঙ্গে দেখা করতে যাওয়া দুজন আত্মীয়কে জানিয়েছেন, তাকে চোখ বাঁধা অবস্থায় কয়েকবার গাড়ি বদল করে শিলং নিয়ে যাওয়া হয়েছিল। শিলং এর পলোগ্রাউন্ডে তাকে চোখ বাঁধা অবস্থাতেই গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। চোখের বাঁধন খোলার পরও তিনি বুঝতে পারছিলেন না তিনি কোথায় আছেন। স্থানীয়দের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন যে, তিনি শিলং এ আছেন।’ সূত্র : নয়াদিগন্ত

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া