adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে গণমাধ্যমকর্মীদের কেন্দ্রে ঢুকতে পুলিশের বাধা

full_1880731553_1430193206নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আজ সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর ওয়ার্ডের বাংলা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ গণমাধ্যমকর্মীদের ভেতরে ঢুকতে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গণমাধ্যমকর্মীদের অভিযোগ, পুলিশ বলছে একসঙ্গে পাঁচজন সাংবাদিকের কম বা বেশি হলে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। ফটকের বাইরেই অপেক্ষা করছেন গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের বাইরে থাকা বেসরকারি টিভি চ্যানেল এসএটিভি, সময় টিভি ও প্রথম আলোর সাংবাদিকেরা জানান, ভেতরে ঢোকার সময় পুলিশ তাদের বাধা দেন। উপপরিদর্শক (এসআই) সাইদুল তাদের জানান, একা কোনো গণমাধ্যমকর্মী ভেতরে ঢুকতে পারবেন না। আবার পাঁচজনের বেশি গণমাধ্যমকর্মী ভেতরে ঢুকতে পারবেন না। কেন এমন করা হচ্ছে, জানতে চাইলে এসআই বলেন, ওপর থেকে নির্দেশনা রয়েছে।

এ ব্যাপারে পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেনের ভাষ্য, সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের বুঝতে কোথাও ভুল হয়েছে। গণমাধ্যমকর্মীরা ভেতরে যেতে পারবেন। কিন্তু কারও সাক্ষাৎকার নেওয়া যাবে না। ছবিও তোলা যাবে না।

ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের একটি নির্বাচনী ক্যাম্প দেখা গেছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া