adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিষেক ম্যাচে তাইজুলের বিশ্ব রেকর্ড

তাইজুল ইসলামহুমায়ুন সম্রাট,মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে : মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের ৫ম ও শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১২৯রান। এই রান করা বাংলাদেশের জন্য তেমন কঠিন হওয়ার কথা নয়। যেহেতু ক্রিকেট তাই একটু শঙ্কা থেকেই যায়। সে যায় হোক সব কিছু ঠিক থাকলে ২০০৬ সালের পর এই ২০১৪ সালে দ্বিতীয় বারেরমত ৫ম্যাচের সিরিজে বাংলাদেশ ৫-০ তে  জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাওয়াশ করার কৃতিত্ব গড়বে। অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান তাইজুল ইসলাম। স্বাগতিক দলের বা হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘুর্নিতে তচনচ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই লেগ স্পিনার জীবনের প্রথম ওয়ানডেতে ৭ ওভারে  মেডেন মাত্র ১১রান দিয়ে তুলে নেন জিম্বাবুয়ের ৪উইকেট।
যা পরেননি ওয়াসিম আকরাম কিংবা ওয়াকার ইউনুস। পারেননি ব্রেট লি বা গিলেস্পি, নেই চামিন্দা ভাসও। ওয়ানডেতে খেলা কোনো ক্রিকেটারই নেই। আছেন শুধু তাইজুল ইসলাম। তার আগেও কেউ নেই, পরেও নেই।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুটাও করে ভালোই। ৯৫রান তারা করেন ২উইএকট হারিয়ে। এরপর কিযে হলো। কে জানে একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৩০ওভারে ১২৮রান তুলে থেমে যায় জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার হ্যামিল্টন মাজাকাদজা। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন সাকিব ও ২টি উইকেট পান জুবায়ের।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া