adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগল প্লে-তে প্রি-রেজিস্টারের সুযোগ

news_img (6)ডেস্ক রিপোর্ট : বর্তমানে স্মার্ট ফোন হাতে তরুণ-তরুণীরা হয়ত ব্যস্ত ফেসবুক-টুইটার নিয়ে অথবা খেলছে টেম্পল রান কিংবা অ্যাংরি বার্ডসের মত গেম। অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধাগুলো ব্যবহার করা হয় অ্যাপসের মাধ্যমে।

আর অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহারকারীদের এ ধরণের অ্যাপসের যোগান দেয় গুগল প্লে। তাই ব্যবহারকারীরা অপেক্ষায় থাকেন কখন নতুন কোন দুর্দান্ত অ্যাপস গুগল প্লে-তে পাওয়া যাবে।

এই অপেক্ষার বিষয়টি মাথায় রেখেই অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর এবার দিচ্ছে আগামীতে পাওয়া যাবে এমন সব গেমস এবং অ্যাপসের প্রি-রেজিস্টার করার সুযোগ। যার মাধ্যমে অ্যাপসটি যখনই বাজারে আসবে তখনই গ্রাহক তার ফোন অথবা ট্যাবলেটে একটি নোটিফিকেশন পাবেন। প্রথম অ্যাপস হিসেবে প্রি-রেজিস্টার করা যাবে ঞবৎসরহধঃড়ৎ এবহরংুং: জবাড়ষঁঃরড়হ নামক একটি গেম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া