adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজান মাসে প্রতিটি অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্য চেয়ার থাকবে

ডেস্ক রিপাের্ট : আর কয়েক দিন পরেই রমজান মাস শুরু। প্রতি বছরই রমজানের প্রথম দিন রাজধানীতে আলেমওলামা ও এতিমদের সঙ্গে ইফতারের মধ্যে দিয়ে পালন করতেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতির একটি মামলায় কারাবন্দি তিনি। সহসা মুক্ত হবেন এমন আলামতও দেখছেন না দলটির নেতা কর্মীরা। তাহলে এবার রমজান মাসটি কিভাবে পালন করবে দলটি।

এমন প্রশ্নে সরাসরি জবাব দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বললেন, স্বভাবিকভাবেই দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মা খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের সকলেকেই ব্যাথিত করবে। রমজানের অনুষ্ঠান হবে তবে প্রতিটি অনুষ্ঠানেই ম্যাডামের জন্য চেয়ার থাকবে। কিন্তু ওই চেয়ার খালি থাকবে এ কথা বললেন তিনি বলেন, সর্ম্পূণ রাজনৈতিক কারণে দেশনেত্রীকে বিনা কারণে জেল খাটতে হচ্ছে। জামিনযোগ্য মামলা হলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। তারপর একে একে তার আরো মামলায় জামিন নামঞ্জুর করা হচ্ছে। এটা সাধারণ মানুষের কাছে এখন অত্যন্ত পরিস্কার হয়ে গেছে যে তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা ছিলো একটি মিথ্যা ও সাজানো মামলা।

এরপর তিনি দেশে নিযুক্ত বিদেশী কূটনীতিক, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, রাজনৈতিক দল, ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ইফতার করতেন। কিন্তু এবার এমনটা হবে বলে মনে করছেন না দলটির নেতাকর্মীরা। তারা ধরেই নিয়েছেন রমজান মাসেও খালেদা জিয়া জামিনে মুক্তি পাবে না। তারপরও মনের মধ্যে কষ্ট লুকিয়ে রেখে তারা আয়োজন করবেন ইফতার মাহফিলে। সেখানে বিএনপির নীতিনির্ধারকরা থাকবেন। হয়তবা থাকবেন না খালেদা জিয়া।

দলের সূত্রে জানা গেছে, খালেদা জিয়া কারাগার থেকে বের হতে না পারলেও প্রতি বছর যেভাবে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করছে একই ভাবে এবারও তারা তা অব্যাহত রাখবে। তবে খালেদা জিয়া উপস্থিত থাকলে ইফতার মাহফিলের যে জৌলুস বা আকর্ষণ থাকতো এবার তার অনেকাংশে ঘাটতি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া