adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শিগগিরই সরকার গঠনের কথা জানিয়েছে তালেবান। তবে তালেবান সরকার গঠন করলেও আফগানিস্তানের সরকার হিসেবে তাদেরকে স্বীকৃতি দেয়া হবে না বলে জানিয়েছে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তালেবান সরকার গঠন করলেও তাদেরকে স্বীকৃতি দেয়ার কোনো পরিকল্পনা নেই। খবর রয়টার্সের

তিনি বলেন, তালেবান জোর করে একটি সঠিকভাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছে।

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ অনেক দেশই এরই মধ্যে সরকার গঠনের পর তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। কেউ কেউ শর্তজুড়ে দিয়েছে। বেশিরভাগ দেশ আফগানিস্তানের জনগণের ইচ্ছাকে গ্রহণ করার কথা জানিয়েছে।

দেশের দখল নেয়ার পর প্রথমবারের মতো তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ক্যামেরার সামনে এসে কথা বলেছেন। তিনি বলেন, ২০ বছর সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি, বিদেশীদের বহিষ্কার করেছি। আমরা নিশ্চিত করতে চাই আফগানিস্তান আর সংহিংসতা-যুদ্ধক্ষেত্র থাকবে না। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। শত্রুতা শেষ হয়ে গেছে। আমরা কোনো বিদেশি কিংবা অভ্যন্তরীণ শত্রু চাই না।

মুজাহিদ বলেন, ‘অন্যান্য দেশের বিভিন্ন পন্থা, নিয়ম-কানুন আছে। অন্যদের মতো আমাদের (আফগানদের) মূল্যবোধ অনুযায়ী তাদের নিজস্ব নিয়ম-কানুন থাকার অধিকার আছে। আমরা শরিয়াহ আইনের অধীনে নারীদের অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ।’

নারীদের অধিকার প্রসঙ্গে তালেবানের নীতি নিয়ে এসব জানিয়ে তিনি আরও বলেন, ‘তারা (নারীরা) আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কোনো বৈষম্য থাকবে না।’

সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার গঠনের পর আমরা সিদ্ধান্ত নেব যে জাতির সামনে কোন আইন উপস্থাপন করা হবে। শুধু এটা বলতে চাই, আমরা সরকার গঠনে গুরুত্ব সহকারে কাজ করছি। এটি শেষ হওয়ার পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া