adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদো ইউরোপ সেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক : ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৩-১৪ মৌসুমে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাংবাদিকদের ভোটে বিজয়ী হন পর্তুগালের এই ফরোয়ার্ড।
ইউরোপের সেরা হতে রোনালদো পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার ও আরিয়েন রবেনকে। মোনাকোতে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বের ড্র অনুষ্ঠানে উয়েফার সদস্যভুক্ত দেশগুলো ৫৪জন সাংবাদিক সংক্ষিপ্ত তালিকার এই তিন ফুটবলারের সামনেই হাতে থাকা ইলেকট্রনিক যন্ত্রের বোতাম টিপে ভোট দেন। একটু পরেই বিজয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়।
২০১০-১১ মৌসুমে পুরস্কারটি চালু হওয়ার পর এই প্রথমবারের মতো তা পেলেন ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদো। উয়েফার ইউরোপের সেরা ফুটবলারের প্রথম পুরস্কারটি জিতেছিলেন বার্সেলোনার লিওনেল মেসি। এবার তিনি প্রাথমিক মনোনয়ন পাওয়া ১০ জনের মধ্যে থাকলেও সংক্ষিপ্ত তালিকার তিন জনের মধ্যে আসতে পারেননি। গত দুই বছর পুরস্কার পেয়েছিলেন যথাক্রমে আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।
পুরস্কার হাতে নিয়ে অভিভূত রোনালদো ধন্যবাদ জানান ক্লাব সতীর্থদের। তাদের ছাড়া এই পুরস্কার জেতা সম্ভব ছিল না বলে জানান দিনি। ২০১৩-১৪ মৌসুমে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাংবাদিকদের ভোটে সংক্ষিপ্ত তালিকার জন্য তিনজনকে বেছে নেয়া হয়েছিল।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথে রেকর্ড ১৭টি গোল করেন পর্তুগালের অধিনায়ক রোনালদো। গোলরক্ষক নয়ার জার্মানিকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের পুরস্কারও পান তিনি।
বায়ার্নের হয়ে ২১ গোল করেন রবেন। ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে তুলতে তিনটি গোলও করেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া