adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কোকোও কি কারও ‘প্রিয় পিতা’ ছিলেন?’

sdfsdfsdfমোস্তফা সরয়ার ফারুকী : আমরা বড় হয়েছি একটা মিথের মধ্য দিয়ে। যে মিথ বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালকে এঁকেছিলো এক অন্ধকার কালো রং দিয়ে। ইতিহাস এবং পাবলিক পারসেপশন এমনই অন্ধ যাদুকর যে, ইতিহাসের এক রং ছাড়া আর অন্য কোনো রংকে দেখতে দেয় না। কড়া বিভক্তির নিগড়ে থাকা জাতির পক্ষে অন্য রং দেখতে চাওয়াও অপরাধ।
দশম শ্রেণিতে পড়ার সময় শিক্ষকের ভর্তসনা পেয়েছিলাম বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের এই মিথকে নিয়ে প্রশ্ন তোলার কারণে।
আরাফাত রহমান কোকো সম্পর্কে সংবাদপত্র সূত্রে আমাদের যে পারসেপশন, তার বাইরে কি লোকটার কোনো জীবন ছিল? সে কি করো ‘লাভিং পাপা’ ছিলো? লাভিং ফ্রেন্ড? কেয়ারিং সোল? তার সামান্য উপকার কি কারো জীবনে কোনো অর্থ এনেছিল?
আজকে টিভিতে তার লাশবাহী ফুটেজ দেখতে দেখতে আর গত দুই দিনে লুনা রুশদি আর ডেইলি স্টারে আল আমিন সাহেবের লেখা পড়ে এই সব কথাই মাথায় আসছিলো।
ইতিহাসের রংয়ের বাইরে কি মানুষের কোনো রং থাকে? থাকলেও আমরা জানতে পারি?
ফোর টুয়েন্টি সিরিয়ালে ‘খারাপ’ কমিশনার পাপ্পু খুন হওয়ার পর আমি বেদনার বাঁশি কেন বাজিয়েছিলাম- এই প্রশ্ন অনেকেই করেছিলেন। এর উত্তর বোধ হয় ঝিরঝিরিয়ে বইছে এই স্ট্যাটাসে!
ফেসবুক থেকে

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া