adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেলফিতে মৃত্যু, এগিয়ে ভারত

2016_01_17_21_04_27_5ds0HynmAAiM3PwHPMP4oIR4f3u3XG_originalআন্তর্জাতিক ডেস্ক :দেশে দেশে সেলফি তুলতে গিয়ে অনেকেই প্রাণ খুঁইয়েছেন। এদের দলে তরুণদের সংখ্যাই বেশি। তবে সেলফি তুলতে গিয়ে বেশি প্রাণ হারিয়েছে ভারতে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০১৫ সালে সেলফি তুলতে গিয়ে সবচে বেশি মানুষ মারা গিয়েছে ভারতে। 

পৃথিবীতে যত মানুষ সেলফি তুলতে গিয়ে মৃত্যুবরণ করেছে তার অর্ধেকের বেশি মারা গিয়েছে ভারতে। সারা পৃথিবীতে গত বছর ২৭ জন লোক সেলফি তুলতে গিয়ে মারা গিয়েছে। 

ভারতের মাথুরার কাছাকাছি অঞ্চল কশিকালাতে গত বছর জানুয়ারিতে চলন্ত ট্রেনকে পেছনে রেখে সেলফি তোলার সময় মারা যায় তিন কলেজ পড়ুয়া যুবক। গত বছরের মার্চ মাসে বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়ে বোট উল্টে মারা যায় সাত যুবক। আগ্রার তাজমহলে একজন জাপানি ভ্রমণকারি সেপ্টেম্বর মাসে সেলফি তুলতে গিয়ে সিঁড়ি থেকে পিছলে পড়েন। মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে সেই আঘাতেই তার মৃত্যু হয়। 

তামিল নাড়ুর নামাক্কাল এলাকায় একজন প্রকৌশল বিভাগের ছাত্র একটি পাথরের ওপর ছবি তোলার সময় পাথর খসে ৬০ ফুট নিচে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। ভারতে আরও দুজন শিক্ষার্থী রাজকটের কাছে সুন্দরনগরের নার্মাদা খালে সেলফি তুলতে গিয়ে মারা যায়। 

২০১৬ সালেও ভারতের মুম্বাইয়ের বান্দ্রা ওরলি সি লিঙ্কে সেলফি তুলতে গিয়ে ডুবে মারা গেছে আরও দুজন মানুষ। মুম্বাই পুলিশ মিনাক শহরে ‘নো সেলফি জোনস’ চিহ্নিত করেছে। 

সুতরা, সাবধান থাকুন সেলফি তুলতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া