adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির অভাব বোধ করলেন চীনা প্রেসিডেন্ট

messi_126734স্পাের্টস ডেস্ক: কারিগরের অভাব নেই। অর্থ সম্পদের হিসেব না-ই করলাম। বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তিও তারা। বলছিলাম চীনের কথা। অর্থ সম্পদে এতটা স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও নেই কোনো লিওনেল মেসির মতো মহাতারকা। তাইতো সেই ‘মহামূল্যবান’ সম্পদের অভাব বোধ করছেন দেশটির চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মেসির প্রসঙ্গ নিয়ে জিনপিং বলেন, ‘আগামী ২০ বছরের মধ্যে মেসির মতো আমাদের একজন ফুটবলার দরকার। কিংবা ম্যারাডোনা হলেও হবে। এজন্য আপনাদের সাহায্য খুবই প্রয়োজন।’ রোববার হংঝুতে জি-২০এর সম্মেলনে আসা আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাকরির কাছে মেসিকে নিয়ে এমন সাহায্যের কথা জানালেন চীনের প্রেসিডেন্ট।

তবে মেসিকে ঈশ্বর প্রদত্ত উপহার উল্লেখ করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ‘মেসি আমাদের জন্য ঈশ্বর প্রদত্ত উপহার। ওকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা সর্বদা ওর পাশে আছি।’

এদিকে আবারও ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ফলে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে বাউজার দলকে।

এর আগে উরুগুয়ের বিপক্ষে কুঁচকির চোট নিয়েই মাঠে নামেন মেসি। মাঠে নামার আগেও ব্যথা ছিল। কিন্তু তাতেও খেলতে নামেন তিনি। দলকে এনে দেন জয়সূচক একমাত্র গোলটিও।

উল্লেখ্য, আগামী বুধবার বাংলাদেশ সময়  ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। চোট নিয়েও মাঠে ফেরার আকুল ইচ্ছা পোষণ করেছেন মেসি। কিন্তু মেসির মতো তারকা ফুটবলারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাচ্ছেন না আর্জেন্টিনা বস।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া