adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার সঙ্গে টানা হার ও এশিয়া কাপে শূন্য হাতে বিদায় বাংলাদেশ ক্রিকেট দলকে হতাশার গহ্বরে ঠেলে দিয়েছে। তবে, নিজেদের মাঠে  টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-সবুজ পতাকাধারীরা।রোববার দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশাবাদের কথাই শোনা গেলো টাইগার দলপতি মুশফিকুর রহিমের মুখে। চরম উত্তেজনার টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড শুরু হবে ১৬ মার্চ। এর আগে, ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাত ও ১৪ মার্চ আয়ারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপে যেই আফগানিস্তানের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। তাদের সঙ্গেই কোয়ালিফাই রাউন্ডের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকরা। তাদেরকেই বড় বাধা মনে করছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে, এশিয়া কাপের হারের শোক টি- টোয়েন্টি বিশ্বকাপে মুছতে চান মুশফিকরা। তার ভাষায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের  কোয়ালিফাই রাউন্ডের আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। চূড়ান্ত পর্বে  খেলতে হলে তাদের হারানো  কোনো বিকল্প  নেই। আমাদের জন্য বড় বাধা এই আফগানিস্তানই এবং আমাদের টার্গেটও তাদের হারানো। লঙ্কানদের সঙ্গে সিরিজে টানা হারের ধারাবাহিকতায় এশিয়া কাপে ব্যর্থ বাংলাদেশ দল। এ হারের বৃত্ত  থেকে বের হতে চান টাইগার দলপতি।তিনি বলেন, আমাদের দলের সবাই খুব সতর্ক। এই হারের বৃত্ত থেকে আমরা বের হতে চাই। শ্রীলঙ্কার সঙ্গে ও এশিয়া কাপে আমরা আমাদের সবটুকু উজাড় করে খেলতে পারিনি। আশা করি টি- টোয়েন্টি বিশ্বকাপে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। বেশ কটি ম্যাচ আমরা খুব কাছে গিয়ে হেরেছি।এশিয়া কাপে সাকিব, তামিম ও মাশরাফির মতো সেরা  খেলোয়াড়রা ছিলেন না। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানরা নতুন বাংলাদেশকে দেখবেন এমনটি মনে করেন মুশফিক। এশিয়া কাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া আমরা আফগানিস্তানের সঙ্গে খেলেছি। আমাদের দলে সাকিব, তামিম ও মাশরাফি মতো সেরা খেলোয়াড়রা ছিলেন না। আশা করি বিশ্বকাপে তারা দলে থাকবেন। আফগানিস্তানও নতুন এক বাংলাদেশকে দেখতে পাবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া