adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের প্রেসিডেন্ট বললেন, তার দেশের ফুটবলাররা করোনায় আক্রান্ত হলেও মারা যাবে না

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেছে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিশ্বের সব বড় বড় ক্রীড়া আসর বন্ধ বা স্থগিত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে ব্রাজিলে সকল খেলাই স্থগিত করা হয়। সময় গড়ানোর সাথে-সাথে সেখানে মহামরী ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। তবে করোনায় ক্লাবগুলোর লোকসানের কথা চিন্তা করে এ অবস্থাতেই ফুটবল ফেরাতে মুখিয়ে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
স্থানীয় একটি রেডিওকে বোলসোনারো বলেন, ‘ফুটবলকে মাঠে ফেরাতে প্রস্তুত খেলোয়াড় ও ক্লাবগুলো। ক্লাবগুলোর সাথে আমার আলোচনা হয়েছে। তারা অনেক লোকসানের মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে ক্লাবগুলোর আর্থিক অবস্থা খারাপই হবে। তাই আমার মনে হয়, মাঠে খেলা ফেরানো উচিত। – জেরো হোরা
মাঠে ফুটবল ফিরলে, খেলোয়াড়রা আক্রান্ত হলেও তাদের মৃত্যুর সম্ভাবনা কম বলে মন্তব্য করেন বোলসোনারো। কিন্তু কেন কম, সেটিও ব্যাখা দিয়েছেন তিনি। বলেন, ‘ফুটবলাররা যদি ভাইরাসে আক্রান্তও হয়, তাদের মৃত্যুর সম্ভাবনা খুবই কম। কারণ তাদের শারীরিক অবস্থা বেশ ভালো। তারা সবক্ষেত্রেই ফিট। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।’
চলতি মাসেই ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ আসর শুরুর সূচি রয়েছে। সেটি শুরু করতে এত তোড়জোড় বোলসোনারো। খেলা ফিরলে দর্শকশুন্য মাঠে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বোলসোনারোর। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দর্শকশূন্য মাঠে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা এ নিয়ে কাজ শুরু করব।’
মাঠে খেলা ফেরানোর পরিকল্পনা নিলেও, খেলোয়াড়দের সাথে এখনো আলোচনা হয়নি বলে জানান বোলসোনারো। তবে খেলোয়াড়রা না চাইলে তখন অন্য পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে অনেক খেলোয়াড়ই খেলতে চাইবে না। তখন আমাদের অন্য পথে হাঁটতে হবে। সবার জন্য যা ভালো হবে, তাই করা হবে। -রিও টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া