adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যে কাণ্ডে আলোচনায় ওবামাপত্নী

michelle-obama2আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন ওবামাপত্নী মিশেল ওবামা। কেন জানেন? ভুল করে  সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে হোয়াইট হাউসের সাবেক এক কর্মীর ফোন নম্বর টুইট করে দেন। যদিও টুইট করার পরপরই তা মুছে ফেলা হয়। তবে ততক্ষণে মিশেলের ৮০ লাখেরও বেশি অনুসারীর অনেকেই সেটা মিশেলের নম্বর মনে করে কপি করে নেন। এরপর কেউ কেউ আবার ওই নম্বরে ফোনও দিয়ে বসেন।  

মূলত, ফোন নম্বরটি ছিল শিকাগোর চলচ্চিত্র নির্মাতা ডাঙ্কন ওলফের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে তিনি হোয়াইট হাউসে ভিডিওগ্রাফার এবং ‘সৃজনশীল ডিজিটাল কৌশলি’র দায়িত্বে ছিলেন।

বারাক ওবামা বলেন, মিশেলের হয়ে কাজ করা একটি দলের ছোট ভুল ছিল ওই টুইট। তবে অ্যাকাউন্ট হ্যাকের কারণে এমনটা হয়নি। সূত্র : এএফপি।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া