adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জকোভিচের আগে টেনিস কোর্টে নিষিদ্ধ হয়েছেন অনেকে

স্পাের্টস ডেস্ক : আদ্রিয়া ট্যুর নিয়ে কয়েকমাস আগে কম সমালোচনা পোহাতে হয়নি তাকে। সেই সমালোচনা থেকে বেরিয়ে এসে ভালোই এগোচ্ছিলেন। গত মাসে সিনসিনাটি ওপেন জিতে ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে পা রেখেছিলেন ইউএস ওপেনে। সেখানেও প্রথম তিন রাউন্ডে অপ্রতিরোধ্য ছিলেন নোভাক জকোভিচ।

কিন্তু বাধ সাধল চতুর্থ রাউন্ডে গিয়ে। স্পেনের প্রতিদ্বন্দ্বী পাবলো ক্যারেনো বুস্তার সঙ্গে প্রথম সেটে ৫-৬ ব্যবধানে পিছিয়ে পড়ে কোর্টে হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেললেন ‘জোকার’। নিজের সার্ভিসে গেম খুঁইয়ে রাগে ব্যাট দিয়ে একটি বলকে সজোরে আঘাত করে কোর্টের একপ্রান্তে পাঠানোর চেষ্টা করলেন। কিন্তু সেটা গিয়ে আঘাত করলো এক লাইন আম্পায়ারের গলায়।

মাটিতে লুটিয়ে পড়লেন সেই লাইন অফিসিয়াল। ম্যাচ সেখানেই পরিত্যক্ত করে স্পেনের পাবলো ক্যারেনোকে বিজয়ী ঘোষণা করলেন ম্যাচ অফিসিয়ালরা। সোশ্যাল সাইটেও সার্বিয়ানকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কিন্তু এমন ঘটনা প্রথম নয়। কোর্টে হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়ে এর আগে একাধিক ক্ষেত্রে নিষিদ্ধ হতে হয়েছে তারকাদের। কয়েকজন টেনিস খেলোয়াড়ের নাম উল্লেখ করা হলো –
ডেনিস শাপোভালোভ : ২০১৭ গ্রেট ব্রিটেনের বিপক্ষে ডেভিস কাপের নির্নায়ক ম্যাচ চলাকালীন এমনই কা- ঘটিয়ে বসেছিলেন কানাডার ডেনিস শাপোভালোভ। একটি ব্রেক পয়েন্ট খুঁইয়ে রাগের বশে কানাডিয়ানের একটি ভলি সজোরে গিয়ে আঘাত করে আম্পায়ারের চোখে। পেনাল্টি হিসেবে গ্রেট ব্রিটেনকে জয়ী ঘোষণা করা হয়।

ডেভিড নালবান্দিয়ান : কুইন্স ক্লাবে এইগন চ্যাম্পিয়নশিপের ফাইনালে একবার মারিন চিলিচের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনার ডেভিড নালবান্দিয়ান। দ্বিতীয় সেট চলাকালীন চিলিচ নালবান্দিয়ানের সার্ভিস ব্রেক করলে হতাশায় বিজ্ঞাপনী হোর্ডিংয়ে গিয়ে লাথি মারেন নালবান্দিয়ান। চেয়ার আম্পায়ারের সামনে ঘটানো এই ঘটনার শাস্তিস্বরূপ নালবান্দিয়ানকে বহিষ্কার করেন আম্পায়ার।

জেফ তারাঙ্গো : ১৯৯৫ উইম্বলডনে একটি ম্যাচ চলাকালীন তারাঙ্গোর একটি সার্ভিস বাহির ঘোষণা করেন চেয়ার আম্পায়ার। ঘটনার পরিপ্রেক্ষিতে দর্শকদের সঙ্গে অভব্য আচরণের দায়ে ম্যাচ থেকে তারঙ্গোকে বহিষ্কার করেন ম্যাচ অফিসিয়াল। ঘটনা আরও খারাপ দিকে মোড় নেয় যখন বহিষ্কারের প্রতিবাদে তারাঙ্গোর স্ত্রী আম্পায়ারকে চড় মেরে বসেন।
জন ম্যাকেনরো : ১৯৯০ অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন একই ম্যাচে তিন-তিনবার আচরণবিধি ভাঙার কারণে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে হয়েছিল কিংবদন্তিকে। এর আগেও ১৯৮৪ সালে ২১ দিনের জন্য নিষিদ্ধ এবং সঙ্গে জরিমানা করা হয়েছিল সাবেক মার্কিন টেনিস তারকাকে।

নিক কিরগিওস : ২০১৯ ইতালিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ক্যাসপার রুডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হতাশার উদ্রেগ ঘটিয়েছিলেন নিক কিরগিওস। কোর্টের মধ্যেই চেয়ার ছুঁড়ে ফেলার ঘটনায় ম্যাচ অফিসিয়ালসরা তাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করে। এছাড়াও টিম হেনম্যান, সেরেনা উইলিয়ামসও রয়েছেন অভব্য আচরণের কারণে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের তালিকায়। – কলকাতা টোয়েন্টি ফোর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া