adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইথিওপিয়ার বিধ্বস্ত উড়োজাহাজটির কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক : ১৫৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া ইথিওপিয়ার উড়োজাহাজটির কেউই আর জীবিত নেই।

দেশটির এয়ারলাইন্সের এক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে এতথ্য জানানো হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাওয়ার লক্ষে উড্ডয়নের কিছুক্ষণ পর স্থানীয় সময় রোববার সকাল পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন। আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশফটু শহরের কাছে এটি বিধ্বস্ত হয়।

আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে সকাল ৮টা ৩৮ মিনিটে উড়াল দেওয়ার পর কয়েক মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় উড়োজাহাজটির। ৯টা ৪৪ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

এয়ারলাইন্সের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে রাষ্ট্রীয় গণমাধ্যম ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, সর্বমোট ৩৩টি দেশের আরোহী ছিলেন ওই উড়োজাহাজটিতে। এদের কেউই আর বেঁচে নেই।

এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানটিতে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। এয়ারলাইন্সের কর্মীদের পাঠানো হয়েছে। জরুরি সেবাদানকারীদের যতটা সম্ভব সহায়তা করছেন। তবে হতাহতদরে নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি বিবৃতিটিতে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া