adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতিতে আসছেন জয়ললিতার ভাইঝি দিপা

deepa-jayakumআন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়লিতার স্বপ্নপূরণের উদ্দেশ্যে তার পথেই হাঁটতে শুরু করেছেন ভাইজি দিপা জয়াকুমার। তার মতে, রাজনীতির ময়দানে পা দেয়ার এটাই একেবারে উপযুক্ত সময়।

গত কয়েক সপ্তাহ ধরেই তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় তার নামে পোস্টার, ব্যানার, ফেস্টুন চোখে পড়ছিল। একেবারে ফুফুর ভঙ্গিমায় দাঁড়িয়ে। কাঁধ ঘুরিয়ে সামনের দিকে টেনে রাখা শাড়ির আঁচলটাও একই কায়দায় ধরা। ডান হাতটা তুলে ধরার মধ্যেও ফুফুর অনুকরণ লুকিয়ে রয়েছে। আর তাতেই জল্পনা আরও বেড়ে গিয়েছিল কয়েক দিন ধরে। তবে কি তিনি রাজনীতিতেই আসছেন? মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি।

চেন্নাইয়ের টি নগরে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে দীপা বলেন, 'জয়ললিতার জায়গায় আমি কাউকে দেখতে পারব না। অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) নেতাদের সঙ্গে আলোচনার পরই আমি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছি। দুটোই পথ রয়েছে- একটা হলো এআইএডিএমকে-তে যোগ দেয়া, আর অপরটি নতুন একটি দল তৈরি করা। আমার সমর্থকদের সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেব।' আগামি ২৪ ফেব্রুয়ারি জয়ললিতার জন্মদিনেই তিনি তার সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে দীপা জানান।

শশিকলাকে তিনি ভয় পাচ্ছেন কি না এই প্রশ্নের উত্তরে দীপা জবাব, আমি কাউকে ভয় পাই না। সেটা আমার স্বভাব নয়।' তবে এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে চাননি তিনি। শুধু বলেছেন, 'আমি এখানে কোনো ব্যক্তিগত মন্তব্য করব না। দল ও জনতার সিদ্ধান্তই শেষ কথা।'

হাসপাতালে দীর্ঘদিন থাকার পর গত ৫ ডিসেম্বর মারা গিয়েছিলেন জয়ললিতা। তারপর রাজ্য রাজনীতিতে যথেষ্ট দাপটের সঙ্গে উঠে এসেছে জয়ললিতার দীর্ঘদিনের ছায়াসঙ্গী শশীকলা নটরাজনের নাম। জয়ললিতা মারা যাওয়ার পরেই শশিকলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন দীপা।

অভিযোগ করে তিনি বলেছিলেন, ফুফুর শেষকৃত্যে শশিকলা আমাকে থাকতে দেননি। আমি রাজনীতিতে এলে আমার জনপ্রিয়তা বেড়ে যাবে, শশিকলা সবসময় এই ভয় পান। আমার পিছনে জনসমর্থন রয়েছে। শশিকলাকে ভোটে জিতে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।

এআইএডিএমকের অন্য নেতাদের সম্পর্কেও খুব একটা খুশি নন দীপা। তার দাবি, আমার সঙ্গে নেত্রীর খুবই ঘনিষ্ঠতা ছিল। কিন্তু এআইএডিএমকের নেতারা আমাকে হাসপাতালে তার সঙ্গে দেখা করতে দেননি।
যদিও এডিএমকে নেতা সিআর সরস্বতী বলেছেন, জয়ললিতা কখনো দীপার ঘনিষ্ঠ ছিলেন না। এমনকী দীপার বিয়েতেও জয়া যাননি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা ও এই সময়

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া