adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে আজ ফিফার নির্বাচন

image_128081_0স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কংগ্রেস উদ্বোধন করে, সংস্থার প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছেন, এই ঘটনা নিঃসন্দেহে ফুটবলের ওপর গভীর ছায়া ফেলেছে।

এই কেলেঙ্কারি প্রতিষ্ঠানটির জন্য লজ্জা ও অপমানের কারণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। তবে এই ঘটনায় কোনো ধরনের দায় অস্বীকার করেছেন বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ব্লাটার।

দুর্নীতির অভিযোগে জুরিখেই ফিফার ৭ জন শীর্ষ কর্মকর্তা গ্রেফতার হওয়ার একদিন পর তিনি এমন মন্তব্য করলেন।

এই ঘটনার পর, ফিফার নির্বাচন স্থগিত করার জন্য এবং ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের পদত্যাগের দাবি জানায় ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইউএফআ।

তবে পদত্যাগের কোনও সিদ্ধান্ত আপাতত নেই বলে, সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট সেপ ব্লাটার। শুধু তাই নয়, গ্রেফতার হওয়া ফিফার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দায়-ও তার নয় বলে তিনি মন্তব্য করেছেন।

মি. ব্লাটার বলেছেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দায় ফিফা প্রেসিডেন্ট হিসেবে তার ওপরে চাপানো হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান হলেও সবাইকেই সবসময় নজরদারিতে রাখা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। ফিফার নির্বাচনে প্রেসিডেন্ট পদে পঞ্চমবারের মতন প্রার্থী হয়েছেন সেপ ব্লাটার। বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া