adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবসরে জোনাথন ট্রট

jonathan-trott-স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রট। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজে পারফর্মের পরই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি ৩ টেস্টের সিরিজ শেষ হয়েছে ১-১ এ সমতায়। ২০১৩ থেকে ২০১৪ মৌসুমে অ্যাশেজ সিরিজের পর মানসিক চাপের কারণে দলের বাইরে ছিলেন ট্রট। দীর্ঘদিন পর আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন। কিন্তু পারফর্ম করতে পারেননি। ছয় ইনিংস খেলে করেছেন ৭২ রান। এর মধ্যে শূন্য রান করেছেন তিনটি ইনিংসে।
অবসর নেওয়া সম্পর্কে ৩৪ বছর বয়সী ট্রট বলেছেন, ‘অবসর নেওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন। তারপরও আমার মনে হয়েছে, ইংল্যান্ডের হয়ে যে ধরনের ক্রিকেট খেলা প্রয়োজন তা আমি পারছি না। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ট্রটের। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ৫২টি টেস্ট। ৯টি টেস্ট সেঞ্চুরি রয়েছে তার। ওয়ানডে ম্যাচ খেলেছেন ৬৮টি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে তার (২০০৯ সাল)।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া