adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১২ শতাংশ

image_62624_0 (1)ঢাকা: বিরোধী দলবিহীন একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের হিসাব মতে দুপুর ১২টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে।

ঢাকার আসনগুলোতে ঘুরে দেখা গেছে, ঢাকা-১৮ আসনের নবাব হাবিবউল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২০টি। এখানে ছয় বুথের তিনটিতে কোনো ভোটই পড়েনি। এটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আসন। তিন কেন্দ্রে মোট ভোট রয়েছে সাড়ে আট হাজার।

ঢাকা-১৮ আসনের আরেকটি কেন্দ্র উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজে মাত্র ১০টি ভোট পড়েছে। চারটি বুথ রয়েছে এ প্রতিষ্ঠানে। সব মিলিয়ে ভোটার আট হাজারেরও বেশি। দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, সাড়ে নয়টা পর্যন্ত এ কেন্দ্রে মাত্র পাঁচজন ভোটার ভোট প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রের বাইরে ভোটারের উপস্থিতি খুবই কম।

এছাড়া  যাত্রাবাড়ীর শহীদ জিয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৫০টি। ওই কেন্দ্রের ভেতরে তেমন ভোটার উপস্থিতি নেই বললেই। তবে বাইরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী লাইনে দাঁড়িয়ে আছেন। 

ঢাকা-১৫ আসনের মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখার একটি কেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় মাত্র ১৭টি ভোট পড়েছে। এই কেন্দ্রের পাঁচটি বুথের মধ্যে ১১টা পর্যন্ত একটি বুথে ৫, অন্যটিতে ১০, অপর দুটিতে দুটি করে ভোট পড়েছে।

ঢাকা-১৭ আসনে মহাখালী এলাকার তিনটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় মাত্র ১০টি ভোট পড়েছে। মহাখালী মডেল হাইস্কুল কেন্দ্রে মোট ভোটার ২০৫৫ জন। এ কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় চারটি ভোট পড়ে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মাজহারুল ইসলাম।

মনিপুর উচ্চ বিদ্যালয়ে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (বালিকা শাখা) ভোট কেন্দ্রে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও প্রথম ভোট কাস্ট হয়েছে ৮টা ৫০ মিনিটে। ২য় ভোট দেয়া হয় আরো আধাঘণ্টা পর। এমতাবস্থায় নির্বাচন সংশ্লিষ্ট সবাই সহকর্মীদের সঙ্গে খোশগল্পে ব্যস্ত

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া