adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুকুর যখন অন্যরকম

ডেস্ক রিপোর্ট : কুকুর। বিশ্বস্ত প্রাণী হিসেবে এদের খ্যাতির শেষ নেই। তবে যারা কুকুর ভালবাসেন না, নামটি শুনলেই তাদের কল্পনায় এক বদখত দেখতে ভয়ঙ্কর চেহারা ভেসে ওঠে। কিন্তু বিভিন্ন প্রজাতির এমন কিছু কুকুর রয়েছে যার তুলনা আপনাকে ভীষণ আনন্দ দিতে পারে। 
আসুন পরিচিত হওয়া যাক এমন কিছু কুকুরের সঙ্গে। 
সার পাই কুকুর হলেও দেখতে একদম তোয়েলের মতো!
আদর করে একে ডাকা হয় পাপি। পাশাপাশি দাঁড় করালে পাপি ও টেডিকে মনে হবে এরা জমজ।
স্যার রিচার্ড চার্লস নিকোলাস ব্রাসন একজন ইংরেজ 
শিল্পপতি ও বিনিয়োগকারী। তবে ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবেই তিনি বেশি পরিচিত। ১৯৫০ সালের ১৮ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। তার সঙ্গে কুকুরটির চেহারায় ভীষণ মিল!
পিটার মেহিউ’র একটি ফিকশন চরিত্র চিউবাকা। এই কুকুরটিও দেখতে ঠিক চিউবাকার মতো।
করমোডোর কুকুর যখন ছোট থাকে তখন দেখতে ঠিক ঝাড়ুর মতো।
এরা দেখতে একদম ফ্রাইড চিকেনের মতো।
হঠাৎ দেখলে ক্রয়স্যান্ট ভেবে ভুল হতে পারে।
কেকের সঙ্গে এদের চেহারার দারুণ মিল। সূত্র বা-নি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া