adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব

image_78998_0আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গল গ্রহ নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহ বরাবরই বেশি।  এ নিয়ে লেখা হয়েছে বিভিন্ন সায়েন্স ফিকশন গল্প। গবেষণা তো চলছেই। তবে মার্স কিউরিসিটি রোভারস জানাচ্ছেযে, তাদের অনুমান মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। মঙ্গলের কঠিন পাথরে এমন কিছু জীবাশ্মের ছবি পাওয়া গিয়েছে যা দেখতে অনেকটা কুমীরের মতো। ছবিগুলো পর্যবেক্ষণ হরে কিউরিসিটির জ্যোর্তিবিজ্ঞানী জো হোয়াইট জানিয়েছেন, কুমীরের মতো দেখতে কিছু জীবাশ্ম ছড়িয়ে রয়েছে চারদিকে। 
বিজ্ঞানীরা মনে করছেন, বস্তুটি হয় জীবাশ্ম  অথবা ফ্রোজেনে পরিণত হয়েছে। ছবিগুলো কিউরিসিটির  ডানদিকের অত্যাধুনিক ক্যামেরার ছয় ফুট উঁচু থেকে তোলা। উল্লেখ্য, প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে প্রাণের সন্ধানে মঙ্গলে পাঠানো হয়েছে কিউরিসিটিকে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া