adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফের লটারির টিকিটে জালিয়াতি – ৩০ লাখ টাকার দাবিদার দুই জন

Lotary-1427214154ক্রীড়া প্রতিবেদক : ফুটবলের উন্নয়নে সরকারের অনুমোদনক্রমে সম্প্রতি লটারির আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সর্বমোট অর্ধকোটি টাকার এই লটারির ড্র ১০ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হয়। ড্রতে ‘ঙ’ সিরিজের একটি কুপন প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা পায়। কিন্তু এই পুরস্কার দাবি করেন দুজন।
তাদের একজন শরীয়তপুরের আল-আমিন হোসেন ওরফে কিং খান। অপরটি দাবি করে কুমিল্লা ক্লাব। দুই পক্ষেরই টিকিটের নম্বর এক হওয়ায় বিপাকে পড়ে বাফুফে। সমস্যার সমাধানে ফেডারেশনের পক্ষ  থেকে একটি কমিটি গঠন করা হয়।
এই কমিটি পুরস্কার দাবি করা উভয় পক্ষকে ডেকে আনে। তারপর কুপন পরীক্ষা-নিরীক্ষা করে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লটারি ছাপানো প্রতিষ্ঠানের প্রতিনিধি।
 
টিকিট দুটি পরীক্ষা করে দেখা যায় শরীয়তপুরের কিং খানের টিকিট জাল। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এ বিষয়ে বলেন, ‘আমরা আগেই জানতাম একজনের টিকিট জাল হবে। কারণ, আমরা একই সিরিয়ালের দুটি টিকিট বিক্রি করিনি। তাই যিনি বৈধ টিকিটের মালিক নন তাকে দাবি প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দিয়েছিলাম আমরা। পরে যাচাই করে দেখা যায় কিং খানের টিকিট জাল। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া