adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ববিতা

বিনােদন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ববিতা। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত এই উৎসবের আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর। শুক্রবার থেকে যা শুরু হয়েছে। ববিতা অভিনীত ‘নয়নমনি’ চলচ্চিত্র দিয়েই উৎসবটি শুরু হবে। এটি উদ্বোধন করবেন অভিনেত্রী ববিতাই।

জানা গেছে, ববিতার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র।

ববিতা বলেন, ‘যে কোনো সম্মাননাই শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা চায় কাজের মূল্যায়ন। সেটা যদি পায় তাহলে তৃপ্তি ও কাজের আগ্রহ আরও বাড়ে। উৎসবে সবকিছু আমাকে ঘিরেই হচ্ছে বলা যায়। তাই অনেক ভালো লাগছে।’

ববিতা আরও বলেন, ‘বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়া হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কার পেয়েছি। সব সম্মাননাই আমার কাছে বেশ গৌরবের।’

গত দুই মাসেরও বেশি সময় কানাডায় একমাত্র ছেলে অনিকের কাছে ছিলেন ববিতা। সেখান থেকে গেছেন যুক্তরাষ্ট্রে।

উৎসবে আরও রয়েছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, অতনু ঘোষের ‘শেষ পাতা’, কৌশিক গাঙ্গুলির ‘কাবেরী অন্তর্ধান’, শাহিল রনীর ‘মানুষ’ সিনেমা। থাকবে কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও।

উল্লেখ্য, ‘বিশ্বের আঙিনায় বাংলা চলচ্চিত্র’ স্লোগানে উৎসবটি শুরু হয় ২০১৬ সালে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া