adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬,১৯,৫৬,৬০০ টাকা উদ্ধার, সোহেলের মামাশ্বশুর আটক

image_74747 copyঢাকা: কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখায় সুড়ঙ্গ কেটে ভল্ট ভেঙে লুট করা টাকার মধ্যে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উদ্ধারে সক্ষম হয়েছে র‌্যাব। তবে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার দাবি, চুরি টাকার পরিমাণ ১৬ কোটি ৪০ লাখ টাকা।র‌্যাবের এডিজি কর্নেল জিয়াউল আহসান এ তথ্য জানান। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় উদ্ধারকৃত টাকাগুলো গণনা শেষে তিনি বাংলামেইলকে এ তথ্য জানান। এর কিছুক্ষণ পরে এ বিষয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান।

তিনি বলেন, ‘এর সঙ্গে ব্যাংকের কেউ জড়িত রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।’
উদ্ধারকৃত টাকা ব্যাংকের দাবির চেয়ে কম। বাকি টাকা কোথায় কীভাবে আছে এ ব্যাপারে র‌্যাব কোনো খোঁজ পেয়েছে কি না তা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আটকরা বলেছে, তারা কিছু টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছে।’
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাবিবুর রশিদ ওরফে সোহেলের মামাশ্বশুর মোতাহার হোসেনকে বালুর মাঠে প্রণয়ভিলা নামে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে।
এর আগে বিকেল ৪টার দিকে শ্যামপুরের কদমতলী এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় সোহেলকে। এসময় তার সঙ্গে থাকা ইদ্রিস মিয়া নামের এক ব্যক্তিকেও আটক করা হয়। র‌্যাব জানায়,  হাবিবুর রশিদ নাম গোপন করে সোহেল নামে বাসা ভাড়া নিয়েছিলেন।
তাদের কাছ থেকে ৫ বস্তা টাকাও উদ্ধার করা হয়। তখন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ‘এখানে চুরি যাওয়া টাকা থেকে অল্প কিছু কম আছে বলে জানিয়েছেন সোহেল।’    

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া