adv
২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার অনুমতি দিলে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: আগামী বছর পাকিস্তানের মাটিতে শুরু হবে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রের খবর, পাকিস্তানে দল পাঠাতে কোনো আপত্তি নেই তাদের। সরকার অনুমতি দিলেই পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া।

দেড় দশকেরও বেশি সময় পাকিস্তানে খেলতে যায়নি ভারত। প্রায় একযুগ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। আইসিসির টুর্নামেন্টেই কেবল সাক্ষাৎ হয় প্রতিবেশী দুই দেশের। এখনও ভারত ও পাকিস্তানের সম্পর্কের বিশেষ উন্নতি হয়নি। ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিদের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

তবে একটি শর্ত পূরণ হলে পাকিস্তানে খেলতে যেতে কোনও আপত্তি নেই ভারতীয় বোর্ডের। এ বিষয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্তা রাজীব শুক্লা বলেন, আমাদের সরকার যা বলবে আমরা তাই করব। পাকিস্তানে যেতে বোর্ডের আপত্তি নেই। তবে সেটার জন্য সরকারের অনুমতি প্রয়োজন। সরকার অনুমতি দিলে আমরা দল পাঠাব। সূত্র:-এনডিটিভি

এদিকে গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় হাইব্রিড মডেল অনুসরণ করা হয়। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মাটিতে। শুরুতে শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেল অনুসরণ করা হবে। কিন্তু তাতে রাজি নয় পাকিস্তান। তাদের পরিষ্কার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতেই হবে ভারতকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া