adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। রাজ্যটির গত ৮ দিনের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের দেওয়া গত ২১ থেকে ২৮ অক্টোবরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২১ অক্টোবর রাজ্যে ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকাল বৃহস্পতিবার আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৯০ জন। তার আগের দিন বুধবার আক্রান্ত হয়েছিলেন ৯৭৬ জন। ২৭ অক্টোবর এই সংখ্যা ছিল ৮০৬ জন।

এই ৮ দিনের মধ্যে ২৫ অক্টোবর আক্রান্ত ছিল সবচেয়ে কম ৮০৫ জন। তবে সেদিন শনাক্তের হার ছিল সর্বোচ্চ ২ দশমিক ৭৭ শতাংশ। এর আগে ২২, ২৩ ও ২৪ অক্টোবর আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৮৪৬, ৯৭৪ ও ৯৮৯ জন।

এনডিটিভিতে প্রকাশিত গত ৮ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজ্যে মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী।

গত ২১ অক্টোবর পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছিল ৯ জনের। গতকাল বৃহস্পতিবার ও তার আগের দিন বুধবার করোনায় ১৫ জন করে মোট ৩০ জন মারা গেছেন। ২৫ ও ২৬ অক্টোবর মারা গেছেন যথাক্রমে ১০ ও ১১ জন।
এর আগে, গত ২২ অক্টোবর এই রাজ্যে করোনায় ১৪ জনের মৃত্যু হয়। ১৩ ও ২৪ অক্টোবর ১২ জন করে মোট ২৪ জন মারা যান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া