adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা- ইএ স্পোর্টসের ২৯ বছরের সম্পর্কে চিড়, আগামী বছর থেকে নাম বদলাচ্ছে

স্পোর্টস ডেস্ক : পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম ভিডিও গেমগুলির মধ্যে একটি হল ফিফা। ১৯৯৩ সাল থেকে দীর্ঘ ২৯ বছর ধরে টানা ইএ এবং ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা মিলে প্রতিবছরই ফিফা নামক ফুটবল ভিডিও গেমটির নতুন নতুন ভার্সন বের করে। তবে পরের বছর থেকে আর এমনটা হচ্ছে না।

প্রায় তিন দশকের সম্পর্কে ভাঙনের পর আগামী বছর থেকে ফিফার বলে ইএ স্পোটর্স এফসি নামে জনপ্রিয় গেমটি লঞ্চ করা হবে। ফিফা এবং ইএ স্পোর্টসের যৌথ উদ্যোগে এই গেম দিনদিনই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। ইএ-র কেবল এই গেমের থেকেই ২০ বিলিয়ান ডলারের থেকেও বেশি উপার্জন হয়েছে। ২০১৩ সালে দুই সংস্থা ২০২২ সাল পর্যন্ত ভিডিও গেমটি প্রকাশ করার নতুন চুক্তি স্বাক্ষর করে।

তবে সাম্প্রতিক সময়েই সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ফিফা তরফে ইএ-র কাছে চুক্তি বাড়ানোর জন্য বর্তমান মূল্যের দ্বিগুণের থেকেও বেশি অর্থ চাওয়া হয়। পাশাপাশি খেলার বাইরের নানান জিনিস যেমন হাইলাইটস, টুর্নামেন্ট এসব বিষয় নিয়েও বিবাদ লাগে। – হিন্দুস্তানটাইমস,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া