adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ওপেনে নেই বর্তমান চ্যাম্পিয়ন বিয়াঙ্কা

স্পোর্টস ডেস্ক : দুই বর্তমান চ্যাম্পিয়নকে ছাড়াই অনুষ্ঠিত হবে ২০২০ ইউএস ওপেন। করোনাতঙ্কে চলতি বছর খেতাব ধরে রাখার লড়াইয়ে তাকে যে আর্থার অ্যাশ স্টেডিয়ামে দেখা যাবে না, সেব্যাপারে বেশ কিছুদিন আগেই নিশ্চিত করেছিলেন রাফায়েল নাদাল। এবার তালিকায় নাম লেখালেন কানাডার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা বিয়াঙ্কা আন্দ্রেস্কু। গত বছর ফ্লাশিং মেডো জিতেই স্বপ্নের উত্থান শুরু হয়েছিল কানাডার এই মহিলা টেনিস তারকার। অথচ এক বছর পর তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব ধরে রাখার লড়াইয়ে অবতীর্ণ হবেন না বলে জানালেন বছর কুড়ির বিয়াঙ্কা।

তবে বিয়াঙ্কার টুর্নামেন্টে অংশগ্রহণ না করার কারণ করোনা নয়। কানাডিয়ান তারকা জানিয়েছেন, তিনি পুরোপুরি ম্যাচ ফিট নন। পুরোপুরি ফিট হয়েই পরবর্তীতে কোনও প্রতিযোগীতায় নামতে চান তিনি। গত বছর মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিইয়ামসকে হারিয়ে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যা জেতা বিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, কাছের মানুষদের সঙ্গে অনেক আলোচনার পর আমি একটা কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি যে চলতি বছর আমি আর যুক্তরাষ্ট্রে ফিরব না।

তবে প্রাথমিকভাবে কিন্তু যুক্তরাষ্ট্র ওপেনে অংশগ্রহণের ব্যাপারে সবুজ সংকেতই দিয়েছিলেন বিয়াঙ্কা। বিবৃতিতে ফ্লাশিং মেডোয় অংশ না নেওয়ার কারণ হিসেবে তিনি লিখেছেন, ম্যাচ ফিটনেসে ফোকাস করতেই আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি। আমি নিশ্চিত করতে চাই যে ফের যখন কোর্টে ফিরব তখন সর্বোচ্চ ফিটনেস নিয়েই ফিরব। তবে বিয়াঙ্কাই প্রথম নন। করোনা কাঁটায় চলতি বছর ইউএস ওপেনে নেই অ্যাশলে বার্টি, এলিনা সিতোলিনার মতো প্রথম সারির আরও একাধিক মহিলা টেনিস তারকা। তেমনি পুরুষ বিভাগে রাফায়েল নাদাল ছাড়াও নেই’য়ের তালিকায় রয়েছেন রজার ফেডেরার, স্ট্যান ওয়ারিঙ্কা, দেল পোত্রোর মতো তারকারা। – কলকাতা টোয়েন্টি ফোর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া