adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানী উদ্যানে গাছ কেটে পার্কিং হচ্ছে

untitled-63_81890ডেস্ক রিপোর্ট : ইটের পরে ইটথ মাঝে মানুষ কীট। নাইকো ভালোবাসা, নাইকো মায়া। এই হচ্ছে ঢাকাথ ইটে-কংক্রিটে সাজানো আমাদের রাজধানী। ঢাকায় সবুজকে ধ্বংসের নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শহরের ফুসফুস হিসেবে খ্যাত ওসমানী উদ্যানের তিন বিঘা জমিতে পার্কিং স্পেস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উদ্যানের অসংখ্য গাছ কাটা পড়বে। ভারসাম্য নষ্ট হবে পরিবেশের। পরিবেশবাদী বাস্থপতিরা যাতে আপত্তি দিতে না পারেন, সে জন্য এরই মধ্যে তাদের ডেকে সমর্থন আদায়ের চেষ্টা করা হয়েছে। তাদের আপত্তি আমলে নেয়নি ডিএসসিসি। জানা গেছে, কিছুদিন ধরেই প্রকল্পটি বাস্তবায়নের জন্য একের পর এক বৈঠক করে চলছিলেন ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা।
সর্বশেষ গত সোমবার বুয়েটের স্থাপত্য ও পুরকৌশল বিভাগের দুই জন অধ্যাপক, পরিবেশ বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নেতৃবৃন্দ এবং ডিএসসিসির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন প্রশাসক ইব্রাহিম আহমেদ খান। বৈঠকে তাদের কাছ থেকে মতামত চান প্রশাসক। এ উদ্যোগের তীব্র বিরোধিতা করেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক স্থাপতি ইকবাল হাবিব গত সোমবারের বৈঠকে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ওসমানী উদ্যানে একটি পার্কিং লট তৈরি করা হবে। এটা শোনার পরই তিনি প্রশাসককে উদ্দেশ করে বলেন, ‘আপনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দায়িত্বে ছিলেন। আপনার কাছ থেকে এ রকম পরিকল্পনা আশা করা যায় না। যারা আপনাকে এই দুষ্ট বুদ্ধি দিয়েছে, তাদের প্রত্যাখ্যান করেন। ওসমানী উদ্যান ধ্বংস করে পার্কিং স্পেস তৈরি করলে সেটা হবে নগরের সবুজের কফিনে শেষ পেরেক ঠোকা।’ বৈঠকে বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানও এতে সহমত পোষণ করেন বলে জানান স্থাপতি ইকবাল হাবিব।
এ প্রসঙ্গে গতকাল ডিএসসিসির প্রশাসক ইব্রাহিম আহমেদ খানের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও ফোন ধরেননি। তবে ডিএসসিসির প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম পার্কিং স্পেস বাস্তবায়নে যে গাছ কাটা পড়বে, তার তিন গুণ গাছ লাগালে তো সমস্যা নেই। প্রয়োজনে সেটাই করা হবে। বিল্ডিং কোড মেনে ৩৫ শতাংশ জায়গা ছেড়েই পার্কিং স্পেস তৈরি করা হবে। পরিবেশবাদীদের বিরোধিতায় এ উদ্যোগ থেকে পিছু হটবেন না। প্রয়োজনে স্টেকহোল্ডারদের নিয়ে আবারও বৈঠক করা হবে বলে জানান জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম আরও বলেন, সোমবারের বৈঠকে অতিথিরা উদ্যানের পরিবর্তে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে মাটির নিচে থাকা শহরের অনুকরণে ঢাকার রাস্তার নিচে পার্কিং স্পেস তৈরির পরামর্শ দিয়েছেন। ওপর দিয়ে গাড়ি চলবে, নিচে থাকবে পার্কিং স্পেস। এ ব্যাপারে সিটি করপোরেশনের বক্তব্য হলো, সচিবালয়ের সামনে অনেক গাড়ি রাস্তায় পার্ক করে রাখা হয়। স্টেডিয়ামে কোনো খেলা বা অনুষ্ঠান হলে আশপাশে গাড়ির জট তৈরি হয়। ওসমানী উদ্যানে পার্কিং স্পেস হলে সে সমস্যা হবে না।
প্রকল্পে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকল্প বাস্তবায়নের জন্য উদ্যানের উত্তর-পূর্ব পাশের তিন বিঘা জায়গা নির্ধারণ করা হয়েছে। ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে জায়গাটি পরিদর্শনও করেছেন। তাদের পরিকল্পনা, ওই জায়গার নিচে হবে চারটি বেসমেন্ট। বেসমেন্টগুলোই হবে পার্কিংয়ের স্থান। মোট স্পেসের আয়তন হবে ৩০ হাজার বর্গফুট। পার্কিং স্পেসের সঙ্গে সচিবালয়ের ভেতরে যাতায়াতের জন্য একটি টানেল থাকবে। সচিবালয়ের গাড়িগুলোও পার্কিং স্পেস ব্যবহার করবে। পার্কিং স্পেসের ওপরে ৪ ফুট উচ্চতায় থাকবে মাটির স্তর। সেখানটায় লতাগুল্ম বা ছোট গাছের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৩০ থেকে ৪০ কোটি টাকা। সিটি করপোরেশনের প্রকৌশলীরা মনে করেন, পার্কিং স্পেসটি নির্মিত হলে গুলিস্তান এলাকার যানজট ও অনেক কমবে। প্রতি ঘণ্টায় ১০-২০ টাকা টোল নির্ধারণ করলে গাড়ির মালিক-চালকরা সহজেই পার্কিং স্পেস ব্যবহারে আগ্রহী হবেন। একসময় এই ওসমানী উদ্যানের আয়তন ছিল প্রায় ৫০ একর। নানা অবকাঠামো গড়ে উদ্যানটিকে সংকুচিত করে ফেলা হয়েছে। বর্তমানে উদ্যানের জায়গার পরিমাণ ২৩ একর। সরেজমিনে দেখা গেছে, উদ্যানের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে পীর ইয়ামেনী মার্কেট, পুলিশের কমান্ডিং সেন্টার, রেলওয়ে ভবন, পুলিশ ডরমিটরি, সুলতানা কামাল ছাত্রীনিবাস, সরকারি কর্মচারী হাসপাতালের বর্ধিতাংশ ভবন, জিরো পয়েন্টের পাশে কিছু দোকানপাট, গোলাপশাহ মাজার-মসজিদ, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কার্যালয়, ওসমানী স্মৃতি মিলনায়তন, মুক্তিযোদ্ধা সংসদ ক্লাব, পীর ইয়ামেনীর মাজারসহ আরও অনেক অবকাঠামো। এসবের কারণে উদ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনের পূর্বে পার্কিং স্পেসের জন্য নির্দিষ্ট জায়গায় বর্তমানে রয়েছে সেগুন, মেহগনি, ওক, ইপিল ইপিল, ইউক্যালিপটাস, জার“লসহ বিভিন্ন ধরনের কয়েকশ’ গাছ। বর্ষা মৌসুম হওয়ায় প্রতিটি গাছেই সবুজের সমারোহ। পার্কিং স্পেস তৈরি হলে এগুলো কাটা পড়বে। পরিবেশবাদীদের অভিযোগ, সিটি করপোরেশন মতিঝিল ও দিলকুশায় দুটি স্বর্ণতুল্য জায়গা ডেভেলপারকে দিয়েছিল পার্কিং স্পেস নির্মাণের জন্য। এখনও সেটা পার্কিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেনি সিটি করপোরেশন। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, মতিঝিলে দুই বিঘা জমির ওপর নির্মিত ৩৭তলা সিটি সেন্টারের দ্বিতীয় থেকে আটতলা পর্যন্ত ভবনের ডেভেলপার ওরিয়ন গ্র“প তিন বছর আগেই সিটি করপোরেশনকে বুঝিয়ে দিয়েছে। পার্কিং স্পেসের জন্য দফায় দফায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও ইজারাদার মেলেনি। ফ্লোরগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এ ছাড়া দিলকুশায় সানমুন গ্র“পকে আড়াই বিঘা জমি দেওয়ার পর সেই জায়গাটিও এখন বেহাত হওয়ার জোগাড়। সরেজমিনে দেখা গেছে, দিলকুশা কার পার্কিংয়ের নয়তলা পর্যন্ত উঠে গেছে। নাম দেওয়া হয়েছে সানমুন টাওয়ার। দোতলায় রয়েছে একটি দৈনিক পত্রিকার অফিস ও মালিকের অফিস; তৃতীয় তলায় রয়েছে একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়। অন্য তলাগুলো ফাঁকা। দুটি কার পার্কিং স্পেস তৈরির পরও সেটা ব্যবহার না করে নতুন করে উদ্যান ধ্বংস করে পার্কিং স্পেস তৈরির উদ্যোগের যৌক্তিকতা সম্পর্কে ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুর রহমান সমকালকে বলেন, ‘একটা লঞ্চ ডুবে গেছে বলে পুরো নদীতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক নয়। এ জন্যই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।’ এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম সমকালের কাছে দাবি করেন, বিশ্বের প্রায় ৩০টি ঘনবসতিপূর্ণ শহরের একটি সংগঠনে ঢাকা সিটি করপোরেশনও সদস্য। পরিবেশ উন্নয়নে ঢাকা সিটি করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তারা একটি পুরস্কার পেতে চলেছে। ওসমানী উদ্যানের পার্কিং স্পেসের ওপরে চার ফুট মাটির স্তর থাকলে বৃক্ষজাতীয় গাছ না হলেও ছোট ছোট গাছ রোপণ করে উদ্যানের সবুজকে রক্ষা করা যাবে। সার্বিক বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান সমকালকে বলেন, রাজধানীর পার্কিংয়ের সংকট তো সবাই জানেন। এ জন্যই বিশিষ্ট কিছু ব্যক্তিকে নিয়ে তারা বসেছিলেন। কিন্তু ওসমানী উদ্যানের বিষয়ে পরিবেশবাদীরা প্রবল আপত্তি তুলেছেন। তখন তাদের কাছে সমাধান সম্পর্কে জানতে চাওয়া হয়। তারাও কোনো সমাধান দিতে পারেননি। বলেছেন, সবাইকে নিয়ে আলোচনা করতে হবে। কাজেই প্রয়োজনে আবারও বৈঠক হবে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া