adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহম্মদপুর থেকে ফের ৪৩ হাতবোমা উদ্ধার

image_70501_0ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে ৪৩টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের পেছনে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।  
র‌্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান বাংলামেইলকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের বিজলী মহল্লার জেনেভা ক্যাম্পে জয়েন্ট কোয়াটার ১/২৭-এফ নম্বরের বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় ৪৩টি হাতবোমা উদ্ধার করা হয়। বোমাগুলো শক্তিশালী। এগুলো একটি ব্যাগের মধ্যে রাখা ছিল।
তিনি আরো জানান, গত ২০ ও ২১ ডিসেম্বর জেনেভা ক্যাম্প থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়। এ অভিযানের ধারাবাহিকতায় আজ তল্লাশি চালিয়ে ৪৩টি বোমা পাওয়া গেছে।
নির্বাচনের সময় নাশকতা চালাতে বোমাগুলো মজুদ করা হয়েছিল বলে ধারণা র‌্যাব কর্মকর্তাদের। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।এরআগে ২০ ডিসেম্বর বিহারীদের জেনেভা ক্যাম্পে বোমা তৈরির সময় ২ কারিগর আহত হয়। এ ঘটনার পর র‌্যাব-২ এর একটি দল ওই ক্যাম্পে অভিযান চালিয়ে ১শ হাতবোমা ও আরো ১২০টি বোম তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া