adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় মার্কিন বাহিনী আক্রমণ চালিয়েছে: আসাদ

1489308343আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, দেশটিতে মার্কিন বাহিনী তাঁর অনুমতি ছাড়াই অনুপ্রবেশ করেছে এবং আক্রমণ চালিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি আমেরিকার উদ্দেশ্যে ঠাট্টা করে বলেন, সিরিয়াতে ট্রাম্প প্রশাসনের আইএসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া কোনো সফলতারই ইঙ্গিত দিচ্ছেনা।
 
চীনা মিডিয়া আউটলেট ফিনিক্স টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আসাদ এসব কথা বলেন। যা শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাতে প্রচারিত হয়।
 
এ সময় আসাদ বলেন, ‘সিরিয়াতে আমার আমন্ত্রণ, পরামর্শ বা অনুমতি ছাড়া কোনো বিদেশী সেনার প্রবেশের অর্থই হচ্ছে তারা বাইরের বস্তু মোকাবেলা করতে এসেছেন। এর অর্থ হচ্ছে এখানে এসে তারা সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন।’
 
আমেরিকানদের উদ্দেশ্যে আসাদ কটূক্তির স্বরে বলেন, আইএসের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ব্যাপকভাবে পর্যদুস্ত হয়েছে। মার্কিনীরা এযাবতকালের সকল যুদ্ধে পরাজিত হয়েছে। ইরাক ও সোমালিয়ায় তারা শুধু বিশৃঙ্খলাই সৃষ্টি করতে পেরেছে। অতীতে আফগানিস্তান ও ভিয়েতনামে সেনা প্রেরণ করে আমেরিকা ভয়াবহ অপরাধ করেছে বলেও জানান তিনি। সিএনএন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া