adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৫টার পরে নববর্ষের অনুষ্ঠান নয়

14514_107986নিজস্ব প্রতিবেদক : এবার বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যেই শেষ করতে হবে। ৬টার মধ্যেই রাজধানীর রমনা, টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করতে হবে। এছাড়া এবার মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরে কেউ অংশ নিতে পারবে না। বাজানো যাবে না ভুভুজেলাও।

আজ ৩ এপ্রিল রবিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব কথা জানান। বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপনের প্রস্তুতি নিয়ে এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গতবার বর্ষবরণে নারী নিগৃহের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা যেন এবার না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। এজন্য বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাঙালির এই প্রাণের উৎসবকে আরও প্রাণবন্ত করতে প্রধানমন্ত্রী এবার নববর্ষ উৎসব ভাতা চালু করেছেন। আশা করি সবাই মিলে সুন্দরভাবে এই উৎসবটি উদযাপন করবে সবাই

মন্ত্রী বলেন, সারাদেশেই এ নির্দেশনা বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।  বিশেষ করে অনুষ্ঠান স্থলে সিসিটিভি, ওয়াচ টাওয়ার, লস্ট অ্যান্ড ফাইন্ড ডেস্ক স্থাপন, অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা গেট করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন জায়গায় অবস্থান করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া