adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া সীমান্তে ন্যাটোর মহড়া, পুতিনের পাল্টা জবাব

RUSIAআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ও ব্রিটিশ সৈন্যদের নিয়ে রাশিয়ার পশ্চিম প্রান্তে নরওয়ের সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করেছে ন্যাটো। ১০ দিন ব্যাপী এই মহড়ায় কমপক্ষে আট হাজার সেনা অংশ নিচ্ছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এই মহড়া।  

মার্কিন সেনা ও নৌ-সেনার পাশাপাশি অংশ নিয়েছে ৭০০ ব্রিটিশ রয়্যাল নৌসেনা। মহড়ায় যোগ দিয়েছেন নরওয়ের সেনারাও। যুদ্ধকালীন তৎপরতায় আকাশ, স্থল ও জলে 'মক ওয়ার' অনুশীলন চলবে।  

পররাষ্ট্র বিশেষজ্ঞদের একাংশের মতে, রাশিয়ার সঙ্গে ন্যাটোর সম্পর্কের অবনতির মধ্যেই এই মহড়া ইঙ্গিতবাহী। এই সেনা মহড়াকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ন্যাটোর পেশিশক্তি প্রদর্শন বলেও মনে করছেন অনেকেই।

এই মহড়া উপলক্ষে সীমান্তে হাজির হয়েছে কমপক্ষে তিন লাখ রুশ সেনা। রাশিয়ান সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা বিষয়ের উপর কড়া নজর রাখছে ক্রেমলিন। যদিও এই মহড়ার বিষয়ে মস্কোকে জানানো হয়েছিল বলে দাবি করেছে নরওয়ে।

সিরিয়া ইস্যু থেকে লিউথেনিশিয়া সীমান্তে মস্কোর পরমাণু ক্ষেপণাস্ত্র সংরক্ষণ- একাধিক ইস্যুতে তিক্ত হয়েছে ন্যাটো-পুতিন সম্পর্ক। এবার এই সেনা মহড়ার জবাব রাশিয়া কীভাবে দেবে, তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া