adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন – বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে থাকতে পারি না

P-Mনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব যখন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তখন আমরা পিছিয়ে থাকতে পারি না। আমরাও তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যেতে চাই। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।

আজ ২ মার্চ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১২৫টি উপজেলায় আইসিটি সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতি দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে। এজন্য আমরা এ ক্ষেত্রে বেশি জোর দিচ্ছি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বরাবরই তথ্যপ্রযুক্তিবান্ধব। বাংলাদেশে আওয়ামী লীগই প্রথম রাজনৈতিক দল যারা কম্পিউটারের ব্যবহার শুরু করে।

তিনি বলেন, আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে তথ্য-প্রযুক্তি পণ্য শুল্কমুক্ত করে দিই। এতে আইসিটির বিস্তার ঘটে। পরে ২০০৯ সালে ক্ষমতায় এসে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিই। সে সময় এটা ছিল অনেক কঠিন। সমস্যাও ছিল অনেক। আমাদের এই ঘোষণায় অনেকেই বিদ্রুপও করেছে। তবে এখন ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, বাস্তব।

শেখ হাসিনা জানান, তিনি কম্পিউটার ও আইসিটির ব্যাপারে যে জ্ঞান অর্জন করেছেন সবই তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অবদান। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জয়ের অনুপ্রেরণা ও ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া