adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত সবসময়ই বাংলাদেশের সহযোগিতায় প্রস্তুত: হাইকমিশনার

HIডেস্ক রিপাের্ট : ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশকে সহযোগিতা করতে ভারত সবসময় প্রস্তুত। আমরা একে অপরের পাশে থাকবো বলে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশে এক হাজার ১০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ আগামী ২০১৮ সালে শেষ হবে।’

৩ ডিসেম্বর দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারত সরকারের অর্থায়নে মজিদা বেগম মহিলা কলেজ প্রাঙ্গণে ভান্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন হাইকমিশনার।

ভারতের হাইকমিশনার বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিছু দিন আগে ঢাকায় ১২০ কোটি টাকার ২৪টি প্রকল্প উদ্বোধন করেছেন। এরই আওতায় ভান্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের পূর্বের বরাদ্দকৃত ১১ কোটি ৫০ লাখ টাকার সঙ্গে আরও দুই কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ করা হয়।’

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘ভান্ডারিয়ার বহুমাত্রিক জনগণ একসাথে বসবাস করতে দেখে আমি আনন্দিত। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সৈনিকদের রক্তদান দুই দেশের ঐক্যের একটি বড় অধ্যায়।’

হাইকমিশনার বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় বাংলাদেশ- ভারতের সম্পর্কের যে বীজ বপন হয়েছে বর্তমান সরকারের সময় এ সম্পর্ক আরও উন্নততর পর্যায় পৌঁছাছে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ভান্ডারিয়াবাসী দলমত ধর্ম নির্বিশেষে একত্রে বসবাস করছি। তাই দেশের উন্নয়নের জন্য পুরানো রাজনীতি বাদ দিয়ে নতুন রাজনীতির ধারায় চলতে হবে।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পূর্বের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয়। আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমি আজ গর্বিত সব সরকারের আমলে ভান্ডারিয়ায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে অন্য কোনো উপজেলায় এ উন্নয়ন হয়নি।’

আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। আমাকে ভোট দিতে বলছি না। কিন্তু ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে কাজ করতে হবে।’

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, ভারতীয় হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি নবনিতা চৌধুরী, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া