adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ বলছে, মুয়াজ্জিন হত্যাকাণ্ড পূর্ব শত্রুতার জের

monirul-islam20160406102220নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ৬ এপ্রিল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম একথা বলেন।

তিনি বলেন, সূত্রাপুর পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। পাশাপাশি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এর ছায়া তদন্ত করছে। তবে হত্যার ধরণ ও বিভিন্ন বিষয়াদি যাচাই-বাছাই করে আমরা ধারণা করছি ব্যক্তিগত বিরোধের জের থেকেই তাকে হত্যা করা হয়েছে।

মনিরুল ইসলাম বলেন, সব কিছু বিশ্লেষণ করে এ হত্যাকাণ্ডের সঙ্গে আপাতত জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে হচ্ছে না। তবুও সবদিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।

এর আগে, সোমবার পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম মসজিদ থেকে মুয়াজ্জিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিল্লালের ছেলে ইয়াসিন বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের পর মসজিদের ইমাম, খতিবসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া