adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবার সমর্থন নিয়ে সরকার গঠন করেছি

image_75319_0ঢাকা: সবার সমর্থন নিয়ে সরকার গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘সবাই মিলে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। সেখানে কোনো অসমতা থাকবে না।’  

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন

শেখ হাসিনা বলেন, ‘বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।’

সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে বাঙালি গর্বিত হয়েছে। কারণ এ সোহরাওয়ার্দী ঘিরে অনেক ইসিহাস রয়েছে। তাছাড়া সোহরাওয়ার্দীতে বইমেলা স্থানান্তরের ভালো না মন্দ তা ভবিষ্যৎই বলে দেবে।’

বাংলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করা হবে বলেও প্রধানমন্ত্রী জানান।

তিনি বলেন, ‘আমারা ইতোমধ্যে প্রত্যেক ইউনিয়নে ইন্টারনেট সার্ভিস চালু করেছি। ই-বুকের কাজও অব্যাহত রেখেছি। ফলে আগামীতে বই অনলাইনে দিতে পারবো।’

এরআগে প্রধানমন্ত্রীর কাছে থেকে সম্মাননাপত্র ও পুরস্কারের চেক গ্রহণ করেন এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া লেখকরা।  

এছাড়া বাংলা একাডেমি প্রকাশিত বিবর্তনমূলক বাংলা অভিধান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলা একাডেমির সভাপতি প্রফেসর আনিসুজ্জামান।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া