adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গৃহবধূকে গণধর্ষণ ও খুন, উত্তাল আসাম

asamআসামের লখিমপুরে এক তরুণী বধূর গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে তদšত্ম শুরু করল রাজ্য মহিলা কমিশন৷ এই উদ্দেশ্যে মঙ্গলবার একটি তদšত্ম কমিটি গড়ার কথাও ঘোষণা করেছে কমিশন৷ মহিলা গণধর্ষণ ও খুনের মামলা শুরু করতে বলে আসাম-পুলিশকে নোটিস জারি করেছে জাতীয় মহিলা কমিশন৷ তরুণ গগৈ সরকার ও পুলিশের এ নিয়ে অনীহায় উত্তাল লখিমপুর জেলার মানুষ আজ প্রতিবাদ মিছিল করে৷ ধর্ষক-খুনিদের গ্রেফতারের দাবিতে পরে স্হানীয় বোগিনাদি থানায় বিক্ষোভও দেখান তাঁরা৷ স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এবং মহিলা সংগঠনগুলিও গত তিনদিন ধরে রা¯ত্মায় নেমেছে৷ দোষীদের ধরতে পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল তারা৷ সেই সমময়সীমা পার হলেও ধরা পড়েনি কেউ৷ 
রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মীনা বড়ুয়া বলেছেন, "লখিমপুরের ঘটনা দিল্লির বাসে ‘নির্ভয়া’র গণধর্ষণ ও খুনের ঘটনার তুলনায় কম নৃশংস নয়৷  লখিমপুরে গত শুক্রবার ওই তরুণী গৃহবধূ একটি টেম্পো-ট্যাক্সি চেপে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে গণধর্ষিত ও খুন হন৷ টেম্পো-ট্যাক্সির মধ্যেই তাঁকে চারজন মিলে পর পর ধর্ষণ করে৷ এখানেই শেষ নয়৷ বধূর উপর চরম অত্যাচারও চালায় ধর্ষকরা৷ মহিলার চোখ দু'টি উপড়ে নেওয়া হয়৷ তার পর মাথায় আঘাত করে এবং গলায় কুপিয়ে তাঁর প্রায় নগ্ন দেহটি রা¯ত্মার ধারে ছুড়ে ফেলে দেওয়া হয়৷" 
পুলিশ ও রাজ্য প্রশাসনের গা ছাড়া মনোভাবে ক্ষোভ উগরে তিনি বলেন, "ধর্ষক-খুনিরা শেয়ার টেম্পো-ট্যাক্সির মধ্যে এমন বর্বর-কা- ঘটাল দিনের আলোয়, জাতীয় সড়কের উপর এবং পুলিশ-থানা থেকে ঢিল ছোড়ার দূরত্বে! এর পরেও পুলিশ ও প্রশাসন একেবারে হাত গুটিয়ে বসে রয়েছে৷ এই কা-ের পর চারদিন পেরিয়ে গেলেও ধর্ষক-খুনিরা আজও অধরা!" 
এ নিয়ে সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে বডুয়া বলেছেন, রাজ্যে দিনের বেলাতেও যে মহিলাদের নিরাপত্তা নেই, এই ঘটনা তা আঙুল দিয়ে দেখিয়ে দিল৷ অপরাধীদের গ্রেপ্তার করতে পারা তো দূর, এই ঘটনায় এখনও কোনও মামলাই দায়ের করেনি পুলিশ৷ তিনি জানান, রাজ্যের সংবাদপত্রগুলিতে প্রকাশিত খবরের ভিত্তিতেও মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে তদšেত্ম একটি কমিটি গড়েছে৷
এদিকে, এই ঘটনায় উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন৷ এই কমিশনের সদস্য  নির্মলা সামšত্ম আজ বলেছেন, "ঘটনাটি নিয়ে অবিলম্বে মামলা শুরু করতে আমরা অসম পুলিশকে নোটিস পাঠিয়েছি৷" 
রাজ্য পুলিশের বক্তব্য, "আমরা মৃত গৃহবধূর দেহের অটোপসি রিপোর্ট হাতে আসা পর্যšত্মঅপেক্ষা করছি৷ তিন-চার দিনের মধ্যে এই রিপোর্ট এসে যাবে৷" 
এখন পর্যšত্ম একজন মহিলা সাক্ষীর বয়ান নথিভুক্ত করেছে পুলিশ৷ জানা গিয়েছে, শুক্রবার একটি শেয়ার টেম্পো-ট্যাক্সিতে চেপে বছর তিরিশের গৃহবধূটি ছ'বছরের মেয়েকে স্কুল থেকে আনতে রওনা দিয়েছিলেন৷ সেটিতে মহিলা ছাড়াও চালক-সহ অন্য চার পুরুষ বসেছিল৷ টেম্পো-ট্যাক্সিটি যাচিছল ৫২ নম্বর জাতীয় সড়ক ধরে লখিমপুর শহরের অদুরে বোগিনাদির দিকে৷ টেম্পোর ভিতরের আক্রাšত্ম হন মহিলা৷ বোগিনাদি থানাথেকে ৫০ মিটার দূরে তাঁর রক্তাক্ত দেহটি টেম্পো থেকে রা¯ত্মার ধারেই ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা৷ স্থানীয় লোকজন অচৈতন্য দেহটি তুলে হাসপাতালে নিয়ে যায়৷ রবিবার মৃত্যু হয় তাঁর৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া