adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপিয়ান ইউনিয়ন জানতে চায় – সংসদ কতটুকু কার্যকর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ কতটুকু কার্যকর আওয়ামী লীগের কাছে তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চায় ইইউ প্রতিনিধি দল। বৈঠকটি বিকেল ৪টা ৪০ মিনিটে শুরু হয়ে সাড়ে ৫টার দিকে শেষ হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকে হানিফের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দফতর সম্পাদক ও ড. আব্দুস সোবহান গোলাপ।
ইইউ চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ সংসদীয় প্রতিনিধি দলের সদস্য জিন ল্যামবার্ড। দশম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এটাই তাদের প্রথম বৈঠক। এর আগে তারা বৈঠক করেছিল ৫ জানুয়ারির নির্বাচনের আগে।
হানিফ বলেন, “বাংলাদেশের সংসদের কার্যকারিতা সম্পর্কে জানতে চেয়েছে ইইউ। আওয়ামী লীগ সংসদে সরকার ও বিরোধী দলের অবস্থান ব্যাখ্যা করেছে। এতে ইইউ সন্তোষ প্রকাশ করেছে।
বৈঠকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে হানিফ বলেন, “এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। প্রতিনিধি দলের আগ্রহ ছিল পোশাক খাত ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে।”

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া