adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরবর্তী ধাপে সুষ্ঠু নির্বাচনের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক : উপজেলা নির্বাচনে একের পর এক সহিংসতা বৃদ্ধি পাওয়ায় নির্বাচন ঠিক হয়নি। জনগন তাদের আশ-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারেনি। ব্যাপক অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটেছে। আমরা আশা করবো পরবর্তী ধাপে নির্বাচনগুলো সুষ্ঠু হবে।বৃহস্পতিবার ঢাকা  জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ফেরার পথে এসব কথা বলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান।সারা দেশের  জেলা প্রশাসকদের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদানের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে দলটির নেতাকর্মীরা।বিএনপির দাবিদাওয়া পূরণে স্মারকলিপি প্রদান কতটা ফলপ্রসূ হতে পারে- এমন প্রশ্নের জবাবে আব্দুল মান্নান বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি। তাই আমরা আমাদের দাবিগুলো জেলা প্রশাসককে জানিয়েছে। যাতে করে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে ভোট ছিনতাই ও অনিয়মের ঘটনা না ঘটে। জেলা প্রশাসক তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।জেলা প্রশাসকদের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান- কর্মসূচি দুটি ধাপে ছিল। কিন্তু ঘেরাও না করেই স্মারকলিপি প্রদানের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, স্মারকলিপি প্রদানে আমাদের কোনো বাধা দেয়া হয়নি। যদি বাধা দেয়া হতো তবে আমরা এখানেই বসে পড়ে অবস্থান করতাম। স্মারকলিপি না দেয়া পর্যন্ত যেতাম না। সেটাই আমাদের ঘেরাও। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া