adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জিরো ফিগারের অধিকারী হচ্ছেন তসলিমা!

FILES-INDIA-BANGLADESH-NASREENডেস্ক রিপোর্ট : বাংলাদেশ থেকে বিতাড়িত বিতর্কিত লেখিকা সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। এবার তিনি ঘোষণা দিয়েছেন জিরো ফিগারের অধিকারী হওয়ার। কীভাবে জিরো ফিগারের অধিকারী হতে চলেছেন তসলিমা নাসরিন, এর উপায় অবশ্য তিনি বাতলে দিয়েছেন এক প্রকার অঙ্ক কষে-ই৷ তিনি জানিয়ে দিয়েছেন, কীভাবে, কত দিনের মধ্যে জিরো ফিগারের অধিকারী হচ্ছেন তিনি৷ জিরো ফিগারের লক্ষ্যে কীভাবে তিনি এগিয়ে চলেছেন, সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন তাঁর ফেসবুক প্রোফাইলে৷ সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া এখন সরগরম হয়ে রয়েছে তসলিমা নাসরিনের জিরো ফিগারকে কেন্দ্র করেও!

তা হলে, কোন উপায়ে জিরো ফিগারের অধিকারী হচ্ছেন তসলিমা নাসরিন? ‘লজ্জা-র শিল্পী’ ফেসবুকে বলেছেন, ‘আমার ওজন এখন ৭৮ কিলো৷ ডাক্তার বলেছেন ১০ কিলো কমিয়ে ৬৮ কিলো হতে হবে ৬ মাসের মধ্যে৷ ৬ মাস পর ৬৮ কিলো থেকে ৫৮ কিলো হতে হবে পরের ৬ মাসের মধ্যে৷ তারপর হতে হবে ৫৮ কিলো থেকে ৪৮ কিলো৷ ৪৮ কিলো থেকে কমিয়ে ৩৮ কিলো৷ ৩৮ কিলো থেকে ৬ মাসে ২৮ কিলো৷ ২৮ থেকে ১৮৷ ১৮ থেকে ৮৷ ৮ থেকে ০৷ জিরো টার্গেট  সামনে রেখে একসারসাইজ করছি৷’ কী বলছেন তাঁর অনুরাগীরা?

তসলিমা নাসরিনের জিরো ফিগারের বার্তায় যে তাঁর ভক্তরা মোটেও মজে যাননি, তাও নয়৷ তবে, অনেকে আবার উদ্বিগ্ন৷ তেমনই, অনেকে আতঙ্কিত৷ কেউ আবার প্রশ্নও তুলে দিয়েছেন, ‘ডাক্তার বলেছেন মানে? আমরা তো জানতাম আপনি নিজেই ডাক্তার!’ এমন প্রশ্নের পরেও অবশ্য তসলিমা নাসরিনের জিরো ফিগারের ছবি ফেসবুকে দেখার আগ্রহের প্রকাশও হয়েছে৷ তাই বলে, জিরো ফিগার! তার উপর, ওই ধরনের ফিগারের অধিকারী হওয়ার জন্য কম ঝক্কি!  তার সঙ্গে এড়ানো যায় না আশঙ্কাও!

এদিকে, লক্ষ্যে অনড় থাকার বার্তাও দিয়েছেন তসলিমা নাসরিন৷ তা হলে, উপায় কী আছে? উপায়-ও হাজির ফেসবুকে৷ এবং, সেই সব উপায়ের মধ্যেও আবার ঘুরপাক খাচ্ছে নানা দ্বন্দ্ব! যে কারণে, তাঁদের প্রিয় লেখিকার এমন লক্ষ্য পূরণের পণ ভাঙাতে, চেষ্টার-ও যেন অন্ত নেই!  আর, তার জেরেই হয়তো, তসলিমা নাসরিনের কোনও অনুরাগীর আশঙ্কা এবং উদ্বেগ, দুই-ই দেখা দিয়েছে এক সঙ্গে৷ তাই, তাঁকে একসারসাইজ না করার জন্য অনুরোধ-আবদারও রয়েছে৷ যে কারণেও হয়তো কোনও অনুরাগীর এমন বার্তা যে, ‘ওই ৬৮ অবধি ঠিক আছে৷’ কেন? তার জন্য যুক্তি হিসেবে বলা হয়েছে, ‘তসলিমা নাসরিনের উচ্চতার সঙ্গে তাঁর ওজনও তো ঠিক রাখা চাই৷’ শুধুমাত্র এমন যুক্তিও নয়৷ ওই জিরো ফিগারের লক্ষ্যে পৌঁছনোর জন্য যে লেখিকাকে লোভনীয় নানা খাবারের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হবে, তাও কিন্তু আবার মনে করিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা৷ যে কারণেই হয়তো এমনও মন্তব্য, ‘সাইজ জিরো টার্গেট হলে ভালো ভালো খাবারগুলো যে খাওয়া হবে না!’

কোনও অনুরাগী আবার এমনও বলেছেন, ‘ওজন কমানোর বিষয়টি জিনগত৷’ তেমনই, কোনও অনুরাগী বলেছেন, ‘ওজন কমানোর প্রয়োজন নেই৷’ এবং, তার জন্য যা ইচ্ছে যত খুশি খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে৷ কোনও অনুরাগী আবার এমন সন্দেহ প্রকাশও করেছেন, এ ভাবেও সম্ভব! এ ভাবেও জিরো ফিগারের অধিকারী হওয়া যায়! তেমনই, কোনও অনুরাগী আবার জানতে চেয়েছেন, কোন ধরনের একসারসাইজ, যার মাধ্যমে জিরো ফিগারের লক্ষ্যে পৌঁছনোর বার্তা দিচ্ছেন তসলিমা নাসরিন? যে কারণেও হয়তো, ওই সব একসারসাইজের বিষয়ে কৌতূহলও কম নেই অনুরাগীদের মধ্যে৷ কেন? কারণ, তসলিমা নাসরিনের ওই ফেসবুক বার্তায় তাঁর কোনও অনুরাগী যেমন খুঁজে পেয়েছেন অনুপ্রেরণা, সেই অনুরাগী উপকৃত হবেন বলে৷ একই সঙ্গে কোনও অনুরাগী আশাবাদী হিসেবেও পরিচয় দিয়েছেন৷ সেই আশাবাদীর যুক্তি হিসেবে এমন মন্তব্য, ‘সঠিক নিয়ম মেনে চললে সব কিছু খেয়েও মাসে পাঁচ কেজি অর্থাৎ, দু’ মাসে ১০ কেজি ওজন কমানো যায়৷’ তেমন সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন ওই অনুরাগী৷ কোনও অনুরাগী আবার পরামর্শও দিয়েছেন যে, কীভাবে লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন তসলিমা নাসরিন৷ আর, তার জন্য পরামর্শ হিসেবে রয়েছে প্রাণায়ম, ডায়েট, একসারসাইজ-ও৷

তসলিমা নাসরিন, আর, কাব্য হবে না! তাও সম্ভব! কাজেই, তসলিমা নাসরিনের এক অনুরাগীর কাব্য-মন্তব্য, ‘চেহারাটা একদম শিশুর মতো হয়ে গেলে না হয়, হাত ধরে হাঁটতে নিয়ে যাব! তেপান্তরের মাঠৃ ব্যাঙ্গমা ব্যাঙ্গমীৃ হয়ে একে একে আবার দেখিয়ে আনবো হাঁসখালির চর, তিতাসের সূর্যোদয়ৃ’  তবে, তসলিমা নাসরিনের ওজন ৫৮-ই সেরা বলে মনে করছেন তাঁর বহু ভক্ত৷ আর, এ ভাবে জিরো ফিগার হওয়ার জন্য ফেসবুক-বার্তা যে নির্ভেজাল রসিকতা, সেই বিষয়টিও বহু অনুরাগীর বুঝতে কোনও সমস্যা হয়নি৷ যে কারণেই হয়তো তসলিমা নাসরিনের প্রতি কোনও অনুরাগীর এমন মন্তব্য, ‘বেশ বলে ফেললে তো’!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া