adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিন-মাশরাফির প্রশংসায় ডাচ অধিনায়ক

DUTCH CAPTAINস্পোর্টস ডেস্ক :  টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৮ রানে পরাস্ত হয় নেদারল্যান্ডস। টাইগারদের সঙ্গে অবশ্য লড়াইটা জমিয়ে দিয়েছিল ডাচরা। পাথর্ক্যটা গড়ে দিয়েছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের করা যথাক্রমে ১৭ ও ১৮তম ওভার। ওই দুই ওভার নিয়ে তাই আক্ষেপে পুড়ছেন নেদারল্যান্ডসের দলপতি পিটার বোরেন। 

পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসায় ডাচ অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ভালো মানের একটি দল। তাদেরকে হারাতে হলে আপনাকে ভালো ক্রিকেটই খেলতে হবে। আমি মনে করি, ৯ মার্চ বুধবার বিকেলে আমরা সেটা করতে পারিনি। প্রথমত, দুঃশ্চিন্তার বড় ক্ষেত্র বোলিং। আমরা লাইন-লেন্থ বজায় রেখে বল করতে পারিনি। এটা আমাকে বেশ হতাশ করেছে।’

নেদার‌ল্যান্ডসের অধিনায়ক বোরেন আক্ষেপ করেই বলেন এভাবে, ‘সম্ভবত মাশরাফির করা ১৭তম ওভার আমাদের সর্বনাশ ডেকে এনেছে। ওই ওভারে মাত্র ৩ রান দিয়ে রোলেফ ভন ডার মারউইর বড় উইকেটটি তুলে নিয়েছে। তাসকিন ভালো বোলিং করেছে। এরপর ঘুরে দাঁড়ানো আমাদের কঠিন হয়ে পড়ে। এই ম্যাচে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তবে এই পরিস্থিতিতে এসে জিততে না পারাটা আসলেই হতাশার। আপনাকে মনে রাখতে হবে, এটা (টি-২০ বিশ্বকাপ) একটি কঠিন টুর্নামেন্ট। এখানে ১৫৪ রানের টার্গেট নিয়ে শেষ ওভারে (১৭ রান) জেতার আশা করা ভুল!’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া