adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একুশ শতকে বেশি ম্যাচ খেলে মেসিকে পেছনে ফেলে শীর্ষে রোনালদো

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। দুইজনই ক্যারিয়ারের শেষ বেলায় থাকলেও এখনো মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল। মেসি-রোনালদো এখন ভিন্ন দুই ভুবনের বাসিন্দা হলেও তাদের লড়াই যেন শেষ হচ্ছে না। ২১ শতকে সবচেয়ে বেশি ম্যাচ খেলায় বিশ্বকাপজয়ী মেসিকে বড় ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে রয়েছেন রোনালদো।

২১ শতকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার হিসাবটি তুলে ধরেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)। ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে যারা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তারা রয়েছেন সেই তালিকায়। আইএফএফএইচএসের সেই তালিকা অনুযায়ী, ২১ শতকে হাজারের বেশি ম্যাচ খেলেছেন তিনজন। চ্যানেল২৪
আইএফএফএইচএসের হিসাবে, ২১ শতকে রোনালদো এখন পর্যন্ত সর্বোচ্চ ১২০৪ ম্যাচ খেলেছেন। যেখানে বিশ্বকাপজয়ী মেসির ম্যাচসংখ্যা ১০৪৭। অর্থাৎ রোনালদো মেসির চেয়ে ১৫৭ ম্যাচ বেশি খেলেছেন। ২১ শতকে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আর্জেন্টিনার অধিনায়ককে বেশ ভালোভাবেই পেছনে ফেলেছেন রোনালদো।

রোনালদোর পর তালিকার দুইয়ে রয়েছেন ব্রাজিলের ফাবিও। ১২০২টি ম্যাচ খেলেছেন তিনি। ১০৫৬টি ম্যাচ খেলে আরেক ব্রাজিলিয়ান দানি আলভেজ রয়েছেন তালিকার তিনে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি ১০৪৭টি ম্যাচ খেলে রয়েছেন তালিকার চারে, আর পাঁচে রয়েছেন লুকা মদরিচ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া