adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই ও বোন খুন

1416808916_53248_60952ডেস্ক রিপোর্ট : রাজশাহী মহানগরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই তরিকুল ইসলামের ধারালো অস্ত্রের আঘাতে বড় দুই ভাই-বোন সাদেকুল ইসলাম (৫০) ও আখতার জাহান কল্পনা (৪৫) খুন হয়েছেন। ঘাতক তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
 রোববার রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- মৃত আফসার উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৫০), মনিরুল ইসলামের মেয়ে উম্মে কুলসুম (২০), ছেলে নিয়ামত উদ্দিন (২০) ও নিহত সাদেকুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৫)। বর্তমানে তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা জানান, রাত সাড়ে ৩টার দিকে তরিকুল ইসলাম ধারালো অস্ত্র হাতে নিয়ে নিহতদের দরজা ধাক্কা দেয়। এসময় সাদেকুল ইসলাম দরজা খোলামাত্রই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এরপর আখতার জাহান কল্পনাকেও একইভাবে কুপিয়ে আহত করে তরিকুল। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে কয়েকজন মিলে তরিকুলকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানান, কাদিরগঞ্জের ওই বাড়িটি নিয়ে ছোটভাই তরিকুল ইসলামের সঙ্গে অন্য ভাই-বোনদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া