adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগও বিকল্প ভেন্যুতে যাবে না, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে

ডেস্ক রিপাের্ট: শনিবারের সমাবেশ নিয়ে বিএনপির পর এবার নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে আওয়ামী লীগও। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই তারা সমাবেশ করতে চায় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দেওয়া এক চিঠিতে জানিয়েছে দলটি। এতে জানানো হয়েছে, বিকল্প ভেন্যুতে সমাবেশ করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে রাজি নয় তারা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা চিঠিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজনের জন্য সকল ধরনের প্রস্তুতি (মঞ্চ নির্মাণ ও প্রচার প্রচারণার কার্যক্রম) এরই মধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো ভেন্যুতে নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা দুরূহ ব্যাপার।

নয়াপল্টন ছাড়া অন্য ভেন্যুতে যাওয়া সম্ভব না, পুলিশকে জানাল বিএনপিনয়াপল্টন ছাড়া অন্য ভেন্যুতে যাওয়া সম্ভব না, পুলিশকে জানাল বিএনপি

শনিবার সমাবেশস্থল ও তার সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা, শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সহযোগিতা প্রদানের জন্য ডিএমপিকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

এতে আরও জানানো হয়, সমাবেশে প্রায় দুই লাখ মানুষের জনসমাগম হবে। সমাবেশে লোকসমাগম শুরু হবে সকাল ১০টা থেকে। আর শেষ হবে সন্ধ্যা ৭টায়। সমাবেশটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে পল্টন মোড়, জিপিও মোড়, শিক্ষা ভবন, গোলাপ শাহ মাজার, নগর ভবন, নবাবপুর সড়ক, মহানগর নাট্যমঞ্চ সড়ক, দৈনিক বাংলা মোড় এবং মতিঝিল সড়ক, স্টেডিয়াম সড়ক পর্যন্ত বিস্তৃত হবে।

সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে চিঠিতে।

আওয়ামী লীগ-বিএনপিকে মাঠে সমাবেশ করতে বলছে ডিএমপিআওয়ামী লীগ-বিএনপিকে মাঠে সমাবেশ করতে বলছে ডিএমপি

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবিতে আগামী শনিবার রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। একই দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগও। এই পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষিতে জনদুর্ভোগের আশঙ্কায় সড়কে রাজনৈতিক কর্মসূচি থেকে সরে আসতে দুই দলকেই চিঠি দেয় ডিএমপি।

ডিএমপির চিঠির জবাবে, বিএনপি এর আগে জানিয়েছে, তারা নয়া পল্টনেই সমাবেশ করতে চায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া