adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিরুদ্ধে মঙ্গলবার সিরিজ নিশ্চিত করতে চান মশিরাফি-তামিমরা

নিজস্ব প্রতিবেদক : এক ম্যাচ হাতে রেখেই আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিততে চান বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা। অধিনায়ক মাশরাফিও অনুশীলন শেষে জানালেন, দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে আমরা সিরিজ নিশ্চিত করার আশা রাখি। প্রথম ম্যাচে ১৬৯ রানের দাপুটে জয় পাওয়া লাল-সবুজের দলটি আজ দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মোকাবিলা করবে। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে অনায়াস জয় পেলেও প্রতিপক্ষকে দুর্বল মনে করেন না মাশরাফি, মুশফিক ও তামিম ইকবাল। তিন সিনিয়র মনে করেন, প্রথম ম্যাচে লিটন দাসের শতক আর মিথুনের অর্ধশতকই ছিলো দলের পুঁজি। সেটার উপরই ভর করে ম্যাচ জিতে যাই আমরা। আমাদের মনে রাখতে হবে শতক আর অর্ধশতক বলে কয়ে আসে না। আমাদের সবাইকে দ্বিতীয় ম্যাচে ব্যাটে রান পেতে হবে। তা না হলে এই জিম্বাবুয়ের বিরুদ্ধে জিততে অনেক ঘাম ঝড়াতে হবে।
দলপতি মাশরাফি বলেছেন, অলরাউন্ড পারফরমেন্সের বিকল্প নেই। ব্যাটে রান আসার পর বোলিং ও ফিল্ডিংয়ে দুর্বলতার কারণে ম্যাচ হারতে হয়। আমরা চাই সব বিভাগে সেরাটা খেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিততে। মাশরাফি এও বলেছেন, প্রথম ম্যাচ হেরে যাওয়া জিম্বাবুয়ে চাইবে ঘুরে দাঁড়াতে। তারা কাল (আজ) মরণকামড় দিতে চাইবে।

ওদিকে আফ্রিকার দলটি অধিনায়ক চামু চিবাবা বলেছেন, আমরা অনেক দিন ধরেই মাঠে নেই। যে কারণে পারফরম করতে সমস্যা হচ্ছে। তবে দ্বিতীয় ম্যাচে সেরাটা খেলেই সিরিজে সমতা আনার চেষ্টা করবো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া