adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহিন আফ্রিদিদের পিটিয়ে নজির গড়লেন রোহিত-শুভমন জুটি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে সাফল্য পাননি ভারতের শুরুর দিকের ব্যাটারেরা। সুপার ফোর পর্বের ম্যাচে সেই ব্যর্থতা ঢেকে দিলেন রোহিত শর্মারা। রোববার কলম্বোয় শাহিন আফ্রিদিদের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করলেন ভারতীয়রা। তাতেই হলো নতুন নজির।

শুভমন গিলের সঙ্গে প্রথম উইকেট জুটিতে রোহিত তুললেন ১২১ রান। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচে ওপেনিং জুটিতে এ দিনের রান ভারতের নবম সর্বোচ্চ। রোহিত-শুভমন জুটি টপকে গেলেন রমন লাম্বা এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত জুটির ১২০ রানের নজিরকে।

লাম্বা-শ্রীকান্ত ১৯৮৯ সালে ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস শুরু করতে নেমে ১২০ রান করেছিলেন। রোহিত করলেন ৪৯ বলে ৫৬ রান। মারলেন ছ’টি বাউন্ডারি এবং চারটি ছক্কা। অন্য দিকে শুভমনের ব্যাট থেকে এল ৫২ বলে ৫৮ রানের ইনিংস। ১০টি চার দিয়ে সাজালেন নিজের ইনিংসটি।

পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ভারতের সফলতম ওপেনিং জুটিতেও আছেন রোহিত। ২০১৮ সালে তার এবং শিখর ধাওয়ানের জুটি দুবাইয়ে করেছিল ২১০ রান। ওপেনিং জুটিতে পাকিস্তানের বিরুদ্ধে ২০০ বা তার বেশি রান ওই এক বারই তুলেছে ভারত।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শচীন টেন্ডুলকারের ১৫৯ রানের ওপেনিং জুটি। তারা ১৯৯৮ সালে ঢাকায় ১৫৯ রান করেছিলেন। তৃতীয় স্থানে রয়েছে গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সহবাগের ১৫৫ রানের জুটি। তারা ২০০৮ সালে মিরপুরে ওই জুটি তৈরি করেছিলেন।

এদিন পাকিস্তান টসে জিতে ফিল্ডিং বেছে নেয়। ভারত ব্যাটিং করে ২৪.১ ওভারে ভারত তুলেছে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহের পর খেলা বৃষ্টি বাধায় পড়ে। আবহাওয়া অনুকূলে আসলে খেলার সময় আধা ঘণ্টা বাড়িয়ে রাত ১২টা নির্ধারণ করেছে ম্যাচ কমিশনার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া