adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলি ক্লাব বেইতার জেরুজালেম কিনে আলোচনায় আমিরাতের রাজপরিবার

স্পোর্টস ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার ইসরাইলি ফুটবল ক্লাবের মালিকানা কিনে আলোচনায় এসেছে। বেইতার জেরুজালেম নামের ক্লাবটি আরব-বিদ্বেষী হিসেবে পরিচিত।

দীর্ঘদিন আরব দেশটির শাসক হিসেবে দায়িত্বে আছে আল-নাহিয়ান পরিবার। পরিবারটির সদস্য শেখ হামাদ বিন খলিফা আল-নাহিয়ান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইসরায়েলি প্রিমিয়ার লিগের দলটির ৫০ শতাংশ মালিকানা কিনেছেন।

বেইতার জেরুজালেম এক বিবৃতিতে জানিয়েছে, শেখ নাহিয়ান দলটিতে ১০ বছরে ৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন। উগ্রপন্থী সমর্থকদের জন্য বেশ কয়েকবার শিরোনামে এসেছে দলটি। ‘ল্যা ফ্যামিলিয়া’ নামের এই সমর্থকগোষ্ঠি আরব তথা মুসলিম বিদ্বেষী।

১৯৩৬ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সালে দুই জন মুসলিম ফুটবলার এনে বড় ধরনের ঝামেলায় পড়তে হয় তাদের। রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচনিয়ার দুই খেলোয়াড় আনায় ক্লাবে আগুন দেয়া হয়েছিল সমর্থকদের পক্ষ থেকে। নতুন মালিকানা পাওয়ার পরও দলটির সমর্থকদের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছে।

সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অপমান করে গাওয়া গান ইউটিউবে শেয়ার করেও আলোচনায় আসে বেইতার জেরুজালেমের সমর্থকরা। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলর সঙ্গে বিরোধিতা ছিল আরবদের। চলতি বছর প্রথম আরব দেশ হিসেবে বিতর্কিত রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত।- গালফ নিউজ/ আরটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া